বাধা নিয়ম, এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারবে না ভারতীয় ফুটবল দল?

বাধা নিয়ম, এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারবে না ভারতীয় ফুটবল দল?

নয়াদিল্লি: ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান গেমস, চলবে ৮ অক্টোবর পর্যন্ত। এবারের এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দল অংশগ্রহণ করবে। তবে সম্ভবত ভারতীয় ফুটবল দলকে  এশিয়া কাপে দেখতে পাওয়া যাবে না। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী নাগাড়ে দ্বিতীয়বার এশিয়ান গেমসে ব্লু টাইগার্সরা নিয়মের জেরে খেলতে পারবেন না।

ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে ইগর স্টিমাচকে কোচিংয়ের দায়িত্ব দিয়ে অনূর্ধ্ব ২৩ ভারতীয় দলকে এশিয়া কাপে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছিল। ২০০২ সাল থেকে এশিয়ান গেমসে যে কোনও দেশের অনূর্ধ্ব ২৩ ফুটবলাররাই অংশগ্রহণ করতে পারেন। ২৩-র অধিক মাত্র তিন ফুটবলারকে দলে রাখা যেতে পারে। তবে ক্রীড়ামন্ত্রকের নিয়ম অনুযায়ী এই মহাদেশের সেরা আট দলই এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারে। ভারতীয় দল মহাদেশের সেরা আট দলের আশেপাশেও নেই।

বর্তমান ব়্যাঙ্কিং অনুযায়ী ব্লু টাইগার্সরা এশিয়ার ১৮ নম্বর দল। সেই কারণেই ভারতীয় দল এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারবে না। তবে ফেডারেশনের তরফে তাঁদের এই নিয়ম পুনর্বিবেচনা করার আবেদন জাননো হতে পারে বলেই খবর। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন ও জাতীয় ক্রীড়া ফেডারেশনকে পাঠানো ক্রীড়ামন্ত্রকের চিঠিতে লেখা হয়, ‘দলীয় প্রতিযোগিতাগুলিতে কেবলমাত্র সেইসব দল যারা নিজেদের খেলায় এশিয়ান গেমসে অংশগ্রহণকারী দলগুলির মধ্যে বিগত বছরে অষ্টম স্থানের মধ্যে রয়েছে, তাদেরই এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য যোগ্য ভাবা হবে।’

তবে ফেডারেশনের তরফে জানানো হয়েছে তারা ক্রীড়ামন্ত্রকের কাছে অনুরোধ করবে যাতে এই বিষয়টা ভেবে দেখা হয়। ফেডারেশনের সাধারণ সম্পাদক শাজি প্রভাকরণ বলেন, ‘এই সিদ্ধান্তটা সরকারের তরফে নেওয়া হয়েছে। তাই আমাদের সেই নিয়ম মেনে চলতে হবে। তবে আমরা ফুটবলের বিষয়ে সরকারকে নিজেদের সিদ্ধান্ত আবার বিবেচনা করে দেখার অনুরোধ জানাব। এই বছরে ভারতীয় দলের পারফরম্যান্স বেশ ভাল। এশিয়ান গেমসে সুযোগ পাওয়াটা অনূর্ধ্ব ২৩ ফুটবলারদের জন্য খুবই লাভদায়ক হতে পারে।’ শেষমেশ ফেডারেশনের অনুরোধে সরকার সাড়া দেয় কি না, সেটাই দেখার বিষয়।

(Feed Source: abplive.com)