‘কাল থেকে তো ভয়ে থর থর করে কাঁপছে!’ জোট প্রসঙ্গে বিজেপিকে পাল্টা মমতার

‘কাল থেকে তো ভয়ে থর থর করে কাঁপছে!’ জোট প্রসঙ্গে বিজেপিকে পাল্টা মমতার

বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এখন বিজেপির ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। বেঙ্গালুরু থেকে ফিরেই সেই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এক বিজেপি নেতা মন্তব্য করছিলেন তৃণমূল সরকার কয়েক মাসের মধ্যে পড়ে যাবে। তাঁর সেই মন্তব্যে সায় দিয়েছিলেন দলের রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতাও। সাংবাদিক কাছে সেই সেই প্রশ্ন শুনেই তৃণমূল নেত্রীর বিজেপিকে কটাক্ষ করে মন্তব্য, ‘তোমাদের সরকার তো অলরেডি উল্টে গিয়েছে। কাল থেকে তো ভয়ে থর থর করে কাঁপছো।’

বিরোধী জোটের মহাবৈঠক সেরে বুধবার কলকাতা ফেরেন মমতা। শহরের পা রেখেই তিনি সোজ চলে যান এসএসকেএমএ। যেখানে ভোট হিংসায় আহত নন্দীগ্রামের তৃণমূল কর্মীরা ভর্তি, তাঁদের সঙ্গে দেখা করেন। এর পর হাসপাতাল চত্ত্বরে দাঁড়িয়েই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তৃণমূল সরকারের পড়ে যাওয়া নিয়ে বিজেপির মন্তব্য প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, ‘একটা বালতি ওল্টাতে পারে না, তারা নাকি আবার সরকার উল্টাবে। আগে একটা বালতি উল্টে দেখাক।’

মঙ্গলবারই ২৬ টি বিজেপি বিরোধী দল মিলে তৈরি করেছে মহাজোট। যার নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়া’। একাধিক সংবাদমাধ্যমের দাবি, এই নাম মমতারই মস্তিষ্কপ্রসূত। এই জোট নিয়ে এদিন বেশ উচ্ছ্বসিতই দেখা যায় তৃণমূল নেত্রীকে।

হাসপাতালে দলীয় কর্মীর সঙ্গে কথা বলছেন তৃণমূল নেত্রী

(নিজস্ব চিত্র)

এদিন ভোট হিংসা প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, ‘বেশিরভাগ আমাদের ছেলেমেয়েরা মারা গিয়েছে। নন্দীগ্রাম-খেজুরিতে ওরা জিততে পারেনি বলে আমাদের বহু ছেলেমেয়ের বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। ওরা সব বার্ণ ইউনিটে আছে। যার ভোটে হিংসায় মারা গিয়েছে আমাদের পক্ষ থেকে ২ লাখ টাকা করে দিচ্ছি। চাকরি দিচ্ছি। আহতদের পঞ্চাশ হাজার টাকা করে দিচ্ছি। আজকে ওদের ৫০ হাজার টাকা দিয়ে গেলাম।’

এদিন ভোটে হিংসা ও কারচুপির প্রতিবাদে জানিয়ে একটি মিছিল করে বিজেপি। কলেজ স্ট্রিট থেকে রানি রাসমনি রোড পর্যন্ত যায় এই মিছিল। মিছিলের আগে সভা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগে বিজেপি নেতারা। একে কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, ‘যাদের কোনও কাজ নেই কর্ম নেই কুৎসা রটানো কাজ আর হিংসা। ওদের একটাই কাজ হিংসা করো, বিভেদ ছড়াও, মানুষকে ভাগাভাগি করে দাও আর মানুষের রক্ত নাও। সেই জন্য মনে রাখবেন আগামী দিনে মানুষই বদলা নেবে।

(Feed Source: hindustantimes.com)