অনলাইন প্রতারণা হলে টাকা ফেরত মেলে? আসানসোলের ব্যবসায়ী কীভাবে ফেরত পেলেন ১৩ লাখ

অনলাইন প্রতারণা হলে টাকা ফেরত মেলে? আসানসোলের ব্যবসায়ী কীভাবে ফেরত পেলেন ১৩ লাখ

আসানসোল, পশ্চিম বর্ধমান: হঠাৎ করেই অ্যাকাউন্ট থেকে গায়ে প্রায় ১৩ লক্ষ টাকা। ব্যবসায়ীর মাথায় হাত! এত টাকা কোথায় গেল, তা ভেবে কূল কিনারা পাচ্ছিলেন না ব্যবসায়ী বিশাল সুদ্রনীয়া। অবশেষে তিনি দ্বারস্থ হন কুলটি থানার সাইবার ক্রাইম বিভাগের। গত ২৯ এপ্রিল তিনি অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ দায়ের করছিলেন। অবশেষে সেই টাকা উদ্ধার করল পুলিশ। অ্যাকাউন্ট থেকে চলে যাওয়া টাকা ফেরত পেয়ে বেশ খুশি ওই ব্যবসায়ী।

এই ব্যাপারে ওই ব্যবসায়ী জানিয়েছেন, গত ২৯ এপ্রিল হঠাৎ করেই তিনি দেখেন তার অ্যাকাউন্ট থেকে ১২ লক্ষ ৭০ হাজার ৪৭০ টাকা গায়েব হয়ে গিয়েছে। প্রথমে তিনি বুঝে উঠতে পারছিলেন না কি করবেন। তবে খুব সহজেই বুঝতে পারেন তিনি সাইবার প্রতারণার শিকার হয়েছেন। সাইবার প্রতারকরা অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিয়েছে।

কুলটির বাসিন্দা ওই ব্যবসায়ী সেদিনই কুলটি থানার দ্বারস্থ হন। কুলটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। বেশ কয়েক মাস তদন্ত চালানোর পর উদ্ধার করা গিয়েছে ব্যবসায়ীর খোয়ানো টাকা। কুলটি থানার সাইবার বিভাগ উদ্ধার করা সেই টাকা ব্যবসায়ীকে ফিরিয়ে দিয়েছেন।

অন্যদিকে সাইবার বিশেষজ্ঞরা বলছেন, অনলাইনে লেনদেন যেমন মানুষকে সুবিধা এনে দিয়েছে, তেমনি বিপদ ডেকে আনছে। অনলাইনে ওঁত পেতে বসে রয়েছে সাইবার প্রতারকরা।

তাই সেই ব্যাপারে সাবধান হতে হবে। অচেনা লিঙ্ক, এসএমএস বা ইমেল ক্লিক করলে যখন তখন বিপদ হতে পারে। মুহূর্তে খালি হয়ে যেতে পারে অ্যাকাউন্ট। যদিও সাইবার প্রতারকরা নিত্যনতুন ফন্দি আঁটছে। তবে মানুষকে আরও বেশি সাবধান হতে হবে অনলাইন লেনদেনের ক্ষেত্রে।

(Feed Source: news18.com)