নয়াদিল্লি: প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ‘প্রজেক্ট কে’ (Project K) ছবির প্রথম ঝলক। ঘোষণা করা হল ছবির নতুন নামও। ‘প্রজেক্ট কে’ থেকে নাম বদলে ছবির নতুন নাম ‘কলকি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD)। যেমন ঘোষণা করা হয়েছিল, টিজারেও দেখা গেল তেমনই কল্প বিজ্ঞান ঘরানার ছবি হতে চলেছে এটি। ঝলকে দেখা গেল প্রভাস (Prabhas), দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)।
প্রকাশ্যে ‘কলকি ২৮৯৮ এডি’র টিজার
কল্প বিজ্ঞান ও এক অভূতপূর্ব গল্পের মিশ্রণে তৈরি ‘কলকি ২৮৯৮ এডি’। এই ঘরানায় নতুন মাইলফলক সৃষ্টি করবে এই ছবি, আশা নির্মাতাদের। টিজারে ভবিষ্যতের প্রেক্ষাপটে দেখা মিলল দীপিকা পাড়ুকোন ও প্রভাসের। ছবিটি গড়ে তোলা হয়েছে ভবিষ্যৎ, ২৮৯৮ খ্রীস্টাব্দের প্রেক্ষাপটে।
‘কলকি ২৮৯৮ এডি’ নামের বিশাল উন্মোচন হয় মর্যাদাপূর্ণ স্যান ডিয়েগো কমিক-কনে। যেখানে ছবির ভিস্যুয়াল কনসেপ্টে দর্শককে মোহিত করে। ছবির অন্তর্নিহিত অর্থ খুব সুন্দরভাবে নিহিত রয়েছে নতুন নামে। স্বাভাবিকভাবেই উত্তেজনা ও ছবির সম্পর্কে জানার প্রবল ইচ্ছা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।
নাগ অশ্বিন পরিচালিত ‘কলকি ২৮৯৮ এডি’ নিশ্চিতভাবে দর্শকদের এমন এক পৃথিবীতে নিয়ে যাবে যা আগে কখনও ভারতীয় সিনেমায় দেখা যায়নি। এর আগে পরিচালক বলেছিলেন, ‘দুর্দান্ত সমস্ত লোকগল্প ও সুপারহিরো লেখার আঁতুড়ঘর ভারত। আমরা মনে করি আমাদের ছবির মাধ্যমে কেবল সেগুলোই আমরা পৃথিবীর মানুষের সঙ্গে ভাগ করে নেব। কমিক-কন আমাদের সেই গল্পের ভূমিকা শোনানোর জন্য সঠিক মঞ্চ দিয়েছে।’
সি অশ্বিনী দত্তের ‘বৈজয়ন্তী মুভিজ’ অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোন ও দিশা পাটনি অভিনীত এই ম্যাগনাম ওপাসের প্রযোজনা করেছেন। ‘কলকি ২৮৯৮ এডি’ নিয়ে উত্তেজনার পারদ যখন চড়ছে, তখন অনুরাগীরা ছবি সম্পর্কে আরও আপডেট পাওয়ার আশায় বসে রয়েছে। কল্প-বিজ্ঞান ঘরানার এই ছবি মুক্তি পাবে ১২ জানুয়ারি ২০২৪ সালে।
প্রসঙ্গত, এর আগেই প্রকাশ্যে এসেছিল ছবিতে প্রভাস ও দীপিকার লুক। ছবিতে প্রভাসের লুক প্রকাশ্যে আসতেই ফের ট্রোলিংয়ের শিকার হন তিনি, নেটিজেনরা ‘নিম্নমানের ফটোশপ’ বলে কটাক্ষ ছুড়ে দেন। এখন ছবিটি কতটা দাপটের সঙ্গে বক্স অফিস কাঁপাতে পারে সেটাই দেখার।
(Feed Source: abplive.com)