বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেওয়ায় এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার রাত ১০টা নাগাদ হেয়ার স্ট্রিট থানায় ই-মেইল করে অভিযোগ দায়ের করেন তিনি। FIR-এ মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপোর বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যে মেইলের প্রতিলিপি সংবাদমাধ্যমকে দিয়েছেন শুভেন্দু। তবে পুলিশের তরফে ই-মেইলের কোনও প্রাপ্তি স্বীকার করা হয়নি।
শুক্রবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের ভাষণের সেই অংশের ইংরাজি তর্জমা করে শুভেন্দু অভিযোগ করেছেন, এই কর্মসূচি ভারতের সংবিধান বিরোধী। ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে স্বাধীনভাবে ঘোরাফেরা করার অধিকার দেয়। FIR-এ মমতা ও অভিষেকের বিরুদ্ধে ১৫৩, ১৫৩এ, ১৫৩বি, ৫০৫, ১২০বি ধারায় মামলা দায়েরের আবেদন জানানো হয়েছে।
শুক্রবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি ব্লক স্তর থেকে বুথ স্তর পর্যন্ত বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৫ অগাস্ট সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তিনি। ১০০ দিনের কাজের টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। পরে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় বলেন, কর্মসূচি পালিত হবে ব্লক স্তরে। আর বাড়ি থেকে ১০০ মিটার দূরে কর্মসূচি পালন করতে হবে। যাতে কেউ বাধা দিয়েছে বলে অভিযোগ করতে না পারে।
(Feed Source: hindustantimes.com)