অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে মিলছে না পোশাক, প্রবেশিকা পরীক্ষায় বসতে দিল না কলেজ

অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে মিলছে না পোশাক, প্রবেশিকা পরীক্ষায় বসতে দিল না কলেজ

রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: ছবির সঙ্গে পোশাকের মিল না থাকায় বসতে দেওয়া হল না পরীক্ষায়। আর তাই এক বছর নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ তুলে রীতিমতো পরীক্ষাকেন্দ্রের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। বারাসতের রথতলা সংলগ্ন বিসিডিএ কলেজের এই ভূমিকায় উঠতে শুরু করেছে প্রশ্ন।

জানা যায়, এএনএম এবং জিএনএম পরীক্ষার সিট পড়েছিল বারাসত বিসিডিএ কলেজে। তবে অ্যাডমিট কার্ডে থাকা ফোটোর পোশাকের সঙ্গে এ দিন পরীক্ষা দিতে আসা ছাত্র-ছাত্রীদের পোশাকের সঙ্গে মিল না থাকার কারণ দেখিয়ে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়। পরবর্তীতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা গিয়ে অ্যাডমিট কার্ডে থাকা ফোটো বার করে নিয়ে এলেও, পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলেই অভিযোগ।

এর পরই, বছর নষ্ট হওয়ার ভয়ে  ছাত্র-ছাত্রীদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। হতাশ হয়ে বহু পড়ুয়া ফিরে যান। গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় বসার জন্য যেখানে পুলিশ প্রশাসনের তরফ থেকে গ্রিন করিডোর করে ছাত্রীদের পৌঁছে দেওয়া হয়েছিল পরীক্ষাকেন্দ্রে, সেখানে এরকম একটি অজুহাত দেখিয়ে ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় বসতে না দেওয়ায় রীতিমতো কলেজের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে উঠছে অভিযোগ। ক্ষোভ জানিয়েছেন অভিভাবকেরাও।

ছাত্রছাত্রীদের দাবি, এখন যেভাবেই হোক তাদের পরীক্ষায় বসার সুযোগ করে দিতে হবে। অন্যায় ভাবে কলেজের প্রিন্সিপাল ছাত্র-ছাত্রীদের এক বছর নষ্ট করে দিতে পারেন না বলেও সরব হন তারা। যদিও বিষয়টি নিয়ে কলেজের তরফ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি। অভিভাবকরা জানান যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রীদের পড়াশোনায় উৎসাহ দিতে কন্যাশ্রী-সহ একাধিক সুবিধা দিচ্ছেন, সেই রাজ্যে এমন বিষয় নিয়ে শিক্ষা দফতরের হস্তক্ষেপ দাবি করে ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়ার আবেদন জানানো হয়েছে অভিভাবকদের পক্ষ থেকে। এখন পরবর্তীতে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে সকলে।

(Feed Source: news18.com)