চাপ বাড়ছে ভারতের, বৃষ্টিতে নির্ধারিত সময়ের পরে শুরু হবে পঞ্চম দিনের খেলা

চাপ বাড়ছে ভারতের, বৃষ্টিতে নির্ধারিত সময়ের পরে শুরু হবে পঞ্চম দিনের খেলা

পোর্ট অফ স্পেন: প্রথম টেস্টে ভারত একপেশেভাবে জিতলেও, প্রশ্নের মুখে পড়েছিল টিম ইন্ডিয়ার (Team India) মন্থর ব্যাটিং। অনেকে বলাবলি করেছিলেন, বাজ়বলের যুগে এখনও রক্ষণাত্মক মানসিকতা আগলে রয়েছে ভারত।

দ্বিতীয় টেস্টে অবশ্য সাহসী সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসে ১৮১/২ স্কোরে ইনিংস ডিক্লেয়ার করে দিলেন। ঈশান কিষাণের (Ishan Kishan) হাফসেঞ্চুরি সম্পূর্ণ হতেই। ওয়েস্ট ইন্ডিজ়ের চেয়ে ৩৬৪ রানের লিড নিয়ে (Ind vs WI)। ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে হলে ওয়েস্ট ইন্ডিজ়কে তুলতে হবে ৩৬৫ রান, এই পরিস্থিতিতে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ক্যারিবিয়ানদের স্কোর ৭৬/২। জোড়া উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজ়কে চাপে রাখলেন আর অশ্বিন।

আজ, সোমবার ম্যাচের শেষ দিন। ম্যাচ জিতে সিরিজ ২-০ ব্যবধানে পকেটে পুরতে ভারতকে তুলতে হবে ৮ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ়ের সামনেও রয়েছে সমতা ফেরানোর সুযোগ। তার জন্য ক্যারিবিয়ানদের তুলতে হবে আরও ২৮৯ রান। রুদ্ধশ্বাস পঞ্চম দিনে শেষ হাসি হাসবে কোন শিবির?

ম্যাচের চতুর্থ দিন আগ্রাসী ব্যাটিং করলেন ঈশান। টি-টোয়েন্টি ক্রিকেটের ঢঙে সাবলীল শট খেলেন ঝাড়খণ্ডের ক্রিকেটার। মাত্র ৩৪ বলে অপরাজিত ৫২ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও জোড়া ছক্কা। টেস্টে তাঁর প্রথম হাফসেঞ্চুরি। তাঁর সঙ্গে ৩৭ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন শুভমন গিল। যিনি প্রথম টেস্টের দুই ইনিংসে ও চলতি টেস্টের প্রথম ইনিংসে রান পাননি। ওপেনিং ছেড়ে যিনি এই সিরিজে ব্যাট করছেন তিন নম্বরে। অনেকে বলাবলি শুরু করেছিলেন, নিজের পছন্দের ব্যাটিং পোজিশন হারিয়ে কি ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন পাঞ্জাবের ডানহাতি ব্যাটার? রোহিত অবশ্য প্রথম টেস্টের আগে জানিয়েছিলেন যে, শুভমন নিজেই তিন নম্বরে ব্যাট করার ইচ্ছেপ্রকাশ করেছেন। পোর্ট অফ স্পেনে তাঁর অপরাজিত ইনিংস কিছুটা হলেও মনোবল বাড়াবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

ক্রেগ ব্র্যাথওয়েট (২৮) ও কার্ক ম্যাকেঞ্জিকে (০) ফিরিয়ে দিয়েছেন অশ্বিন। ক্রিজে আছেন তেজনারায়ণ চন্দ্রপল (২৪ ব্যাটিং)। তাঁর সঙ্গে জার্মেইন ব্ল্যাকউড (২০ ব্যাটিং)। শেষ দিন হাড্ডাহাড্ডি দ্বৈরথের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

(Feed Source: abplive.com)