কলকাতায় ফের ডেঙ্গির হানা, ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

কলকাতায় ফের ডেঙ্গির হানা, ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

সন্দীপ সরকার, কলকাতা: কলকাতায় ফের ডেঙ্গির (Dengue) হানা, ১০ বছরের ছাত্রীর মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত হয়ে পিকনিক গার্ডেনের বালিকার মৃত্যু। ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু। জ্বর, বমি, গায়ে ব্যথার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি। ডেথ সার্টিফিকেটে সিভিয়ার ডেঙ্গি, মাল্টি অর্গান ফেলিওয়ের উল্লেখ। ৯ হাজারে নেমে গিয়েছিল প্লেটলেট, রাখা হয়েছিল ভেন্টিলেশনে। 

ডেঙ্গির হানা মৃত্যু ছাত্রীর: বর্ষা শুরু হতেই শহরে দাপট দেখাতে শুরু করেছে ডেঙ্গি (Dengue)। এবার ডেঙ্গির হানা মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রীর। পিকনিক গার্ডেনের বাসিন্দা ওই ছাত্রীর বয়স দশ বছর। গত বৃহস্পতিবার জ্বর, বমি, গায়ে ব্যথার উপসর্গ নিয়ে ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে ভর্তি হয়। ধীরে ধীরে অবস্থার অবনতি হতে শুরু করে। সূত্রের খবর, ৯ হাজারে নেমে গিয়েছিল প্লেটলেট। অবস্থার অবনতি হওয়ায় রাখা হয়েছিল ভেন্টিলেশনে। ডেথ সার্টিফিকেটে সিভিয়ার ডেঙ্গি, মাল্টি অর্গান ফেলিওয়ের উল্লেখ করা হয়েছে।

গত বছর কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক কে রাজ্যের তরফে দেওয়া হিসাব অনুযায়ী, বাংলায় ৬৭ হাজার ২৭১ জন ডেঙ্গি আক্রান্ত হন। যা আগের বছরের তুলনায় আক্রান্তর সংখ্যা ৮ গুণেরও বেশি। সেখানে উত্তরপ্রদেশে সংখ্যাটা ছিল ১৯ হাজারের কাছাকাছি। আক্রান্তের নিরিখে ২০২২ সালে, দেশের মধ্যে প্রথম স্থান পশ্চিমবঙ্গের (West Bengal)। আর এবার বর্ষা আসতে না আসতেই ফের ডেঙ্গি নিয়ে আশঙ্কার মেঘ। 

ডেঙ্গি মোকাবিলায় গাইডলাইন: ডেঙ্গির মোকাবিলায় নতুন উদ্যোগ রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department)। ডেঙ্গির চিকিৎসায় প্লেটলেট ঘাটতি ঠেকাতে প্লেটলেট ট্রান্সফিউশন গাইডলাইন জারি। ডেঙ্গি মোকাবিলায় এবার নয়া পন্থা নিল রাজ্য সরকার। চিকিৎসায় যাতে প্লেটলেটের ঘাটতি না হয় তার জন্য জারি করা হয়েছে গাইডলাইন।

গাইডলাইন অনুসারে, 

    • প্লেটলেট কাউন্ট ১০ হাজারের নিচে গেলে তবেই তাকে প্লেটলেট দেওয়া যাবে।
    • প্লেটলেট কাউন্ট ১০ – ২০ হাজারের মধ্যে থাকলে, রক্তপাত হলে তবে প্লেটলেট দেওয়া হবে।
    • প্লেটলেট এর প্রয়োজন থাকলে প্রেসক্রিপশনে কোন গ্রুপের প্লেটলেট উল্লেখ করতে হবে।
    • রাজ্যের ২৭ টি জেলা এবং স্বাস্থ্য জেলাতেই প্লেটলেট সরবরাহের ব্যবস্থা থাকছে।
    • ৫৭ টি সরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে প্লেটলেট সরবরাহের ব্যবস্থা রাখছে রাজ্য স্বাস্থ্য দফতর।

(Feed Source: news18.com)