সরকারি মতে মৃতের সংখ্যা ৩, বেসরকারিতে ৫০ ছুঁইছুই, আর কত প্রাণহানি ডেঙ্গিতে ?
কলকাতা : আর কত মৃত্য়ু ? আর কত প্রাণহানি ? ডেঙ্গির ভয়াবহ প্রকোপে (Dengue Scare) আর কত সহনাগরিকদের হারাতে হবে আমাদের ? সরকারি মতে রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩। আর বেসরকারিতে ? ৪৭। কার্যত পঞ্চাশ ছুঁইছুঁই ডেঙ্গিতে মৃতের সংখ্যা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত রাজ্যজুড়ে প্রায় ৪০ হাজার মশাবাহিত (Mosquito Bourne Disease) রোগের প্রকোপ ভয়াবহ আকার নেওয়ার পর প্রশাসনের তরফে নেওয়া হচ্ছে বিভিন্ন ব্যবস্থা। সেখানেই বিরোধীদের খোঁচা, প্রত্যেক বছর কেন একই চিত্র ? কেন অনেকের প্রাণহানির পর…