বিজেপি বিধায়কের প্রয়াণে রাজনৈতিক সৌজন্যের ছবি বিধানসভায়

বিজেপি বিধায়কের প্রয়াণে রাজনৈতিক সৌজন্যের ছবি বিধানসভায়

কলকাতা : মেলালেন তিনি মেলালেন! সাম্প্রতিক সময়ে শাসক দলের সঙ্গে বিরোধীদের, বিশেষ করে বলা ভাল, তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি-র মধ্যে রাজনৈতিক তরজাকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহেই মঙ্গলবার এক রাজনৈতিক সৌজন্যের ছবি নজরে এল বিধানসভায়। উপলক্ষ, বিজেপি বিধায়কের প্রয়াণ।

মঙ্গলবার ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের জীবনাবসানের পর এসএসকেএম থেকে  তাঁর মরদেহ সোজা নিয়ে যাওয়া হয় বিজেপি-র রাজ্য দফতর মুরলীধর সেন লেনে। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির নেতাকর্মীরা দলীয় পতাকা এবং পুষ্পস্তবক নিবেদনের মাধ্যমে বিষ্ণুপদ রায়কে শেষ শ্রদ্ধা জানান। এর পর তাঁর মরদহ নিয়ে যাওয়া হয় বিধানসভায় শ্রদ্ধা জানানোর জন্য। সেখানেই বিজেপি নেতাকর্মী এবং বিধানসভার তৃণমূল কংগ্রেস সদস্যদের দেখা গেল পাশাপাশি দাঁড়িয়ে বিষ্ণুপদ রায়কে শেষ শ্রদ্ধা জানাতে।

তৃণমূল বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়ক দেবাশিস কুমার-সহ শাসকদলের অনেককেই দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য বিজেপি বিধায়কদের সঙ্গে এক সারিতে দাঁড়িয়ে বিজেপি বিধায়ককে শেষ শ্রদ্ধা নিবেদন করতে। সাম্প্রতিক সময়ে যা এই সৌজন্যের ছবি ছিল এক প্রকার বিরল।

রাজনৈতিক পর্যবেক্ষকদের কথায়,  রাজনৈতিক মতাদর্শগত কারণে যতই শাসক ও বিরোধীদের মধ্যে বিরোধ থাকুক না কেন, রাজনীতিতে এই ধরনের সৌজন্যবোধ থাকাই কাম্য গণতন্ত্রের পক্ষে।  রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাসকদল এবং সরকার পক্ষকে ক্রমাগত চাঁচাছোলা ভাষায় নিশানা করে চলেছেন বিভিন্ন ইস্যুতে। অতীতে বিধানসভাতেও নজরে এসেছে একই ছবি। সেই শুভেন্দু অধিকারী এদিন বিধানসভা চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘আমি অধ্যক্ষকে ধন্যবাদ জানাই যে তিনি বিজেপি বিধায়কের মৃত্যুতে বিধানসভায় যথাযথ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করেছেন। আমাদের বিজেপি বিধায়কদের পাশাপাশি শাসকদলের মন্ত্রী নেতারাও শ্রদ্ধা জানিয়েছেন।’’

(Feed Source: news18.com)