মণিপুর থেকে নারী সুরক্ষা! ফের সরগরম হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা, কী পরিকল্পনা BJPর

মণিপুর থেকে নারী সুরক্ষা! ফের সরগরম হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা, কী পরিকল্পনা BJPর

কলকাতা: মণিপুর ইস্যুতে আজও সরগরম হতে চলেছে রাজ রাজনীতি। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে একদিকে যখন দিল্লিতে সুর চড়ানোর কাজ শুরু হচ্ছে, আবার অন্যদিকে কলকাতার রাস্তাতেও মিছিলের ডাক দিয়েছে তারা। বুধবার থেকে টানা একমাস লাগাতার তাদের এই কর্মসূচি চালানোর সিদ্ধান্ত নিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস।

এরই মধ্যে আগামী সোমবার মণিপুর ইস্যুতে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। তাদের তরফে সংসদ, বিধানসভা ও রাস্তায় নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, আজ থেকে এক মাস লাগাতার তাদের এই রাজনৈতিক কর্মসূচি চলবে।

অন্যদিকে, পঞ্চায়েত ভোটে অশান্তি ও মহিলাদের উপর ক্রমাগত নির্যাতনের অভিযোগের প্রতিবাদে বিধানসভায় আলাদা আলাদা মুলতবি প্রস্তাব আনতে চলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘‘আমরা হাউস চালানোর কাজে সহযোগিতাও করব। পাশাপাশি মালদহ-সহ বিভিন্ন জায়গায় নারী নির্যাতন, আইন-শৃঙ্খলার অবনতি, ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনার দাবিও জানাব। দাবি মানলে ভাল, না হলে প্রতিবাদ হবে।’’

তবে সবটাই সংসদীয় রীতিনীতি মেনে হবে। কোনও অবস্থাতেই বিধানসভাকে অচল করে প্রতিবাদ করা হবে না বলেও মন্তব্য করেন বিরোধী দলনেতা। শুভেন্দু আরও বলেন, ‘‘নারী নির্যাতন নিয়ে আমাদের মহিলা সদস্যরা বুধবারই বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনবে। পরের দিন বৃহস্পতিবার মনোজ টিগ্গার নেতৃত্বে আইন শৃঙ্খলা নিয়ে মুলতুবি প্রস্তাব আনা হবে।’’

চলতি বিধানসভা অধিবেশনে বেকারত্ব নিয়েও যে তাঁরা সরব হবেন তাঁরা তাও সাংবাদিকদের মুখোমুখি হয়ে মঙ্গলবার স্পষ্ট করেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা তাপস রায় বলেন, ‘‘ওরা মুলতবি প্রস্তাব নিয়ে আসতে চায় আনুক। রুল বুক অনুযায়ী যা আছে তাই হবে। আর নারী নির্যাতনের ঘটনা একটা সামাজিক ব্যাধি। এর জন্য কোনও নিন্দাই যথেষ্ট নয়৷ তবে হাথরস, উন্নাওয়ের পরে ওদের মুখে কোনও কথা মানায় না। আসলে মণিপুর ইস্যুকে লঘু করতে চাইছে ওরা৷ ’’

(Feed Source: news18.com)