ভারতের মহিলা ফুটবলারদের কোচ হিসাবে ফের দায়িত্বে ডেনারবি

ভারতের মহিলা ফুটবলারদের কোচ হিসাবে ফের দায়িত্বে ডেনারবি

নয়াদিল্লি: এর আগেও দীর্ঘ দু বছর এই দায়িত্ব সামলেছেন তিনি। ২০২১ সালের অগস্ট মাসে প্রথমবার ভারতীয় সিনিয়র মহিলা দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তাঁর সময়কালে মহিলা ফুটবল দলের খেলায় প্রভূত উন্নতি হয়েছে। সুইডেনের সেই থমাস ডেনারবিকেই (Thomas Dennerby ) ফের ভারতের মহিলা ফুটবল দলের কোচ করা হল।

তাঁর চুক্তি যখন শেষের পথে, তখনই এআইএফএফের টেকনিক্যাল কমিটির সিনিয়র মহিলা দলের নয়া হেড কোচের সুপারিশ করে। তবে সেই সুপারিশকে কার্যত অগ্রাহ্য করেই কল্যান চৌবের নেতৃত্বাধীন সর্বরতীয় ফুটবল সংস্থা ফের একবার সিনিয়র মহিলা দলের কোচ হিসেবে আস্থা রাখল থমাস ডেনারবির উপরেই।

৬৪ বছর বয়সী এই সুইডিশ কোচ এর আগে ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দলের কোচের দায়িত্বও সামলেছেন। ভারতীয় ফুটবলের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের বলা যেতেই পারে। কোচিংয়ের ক্ষেত্রে উয়েফা প্রো ডিপ্লোমাও রয়েছে তাঁর। অলিম্পিক্স কোয়ালিফায়ারের প্রথম রাউন্ডে ভারতীয় দলের দায়িত্বে ছিলেন তিনি। এপিল ৪ এবং ৭ এই দুই দিন ভারত তাদের দুটি ম্যাচ খেলে কিরগিজস্তানের বিরুদ্ধে। সেই দুটি ম্যাচে জয় পায় ভারত। এরপরেই ভারতীয় দলকে ছেড়ে গিয়েছিলেন ডেনারবি। এবার এএফসি অলিম্পিক্স কোয়ালিফায়ারের দ্বিতীয় রাউন্ডের আগে ফের একবার সিনিয়র মহিলা দলের কোচ হিসেবে তাঁকে নিয়োগ করল এআইএফএফ। যদিও টেকনিক্যাল কমিটি গোকুলাম কেরলের অ্যান্টনি অ্যান্ডুজকে কোচ হিসেবে নিয়োগ করার সুপারিশ করা হয়।

কিংবদন্তি ফুটবলার আইএম বিজয়নের নেতৃত্বাধীন টেকনিক্যাল কমিটি এআইএফএফের কাছে ১৩ জুলাই এই সুপারিশ করে। উল্লেখ্য অ্যান্ডুজের প্রশিক্ষণে পরপর দুইবার ভারতীয় জাতীয় মহিলা লিগের চ্যাম্পিয়ন হয়েছে গোকুলাম কেরালা দল। উল্লেখ্য, গত মার্চেই শেষ হয়েছে ডেনারবির চুক্তি। খবর অনুযায়ী জাতীয় দলের একাধিক সদস্য ডেনারবিকেই কোচ হিসেবে চাওয়ার ফলেই এআইএফএফের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এআইএফএফের তরফে এক টুইট করে বিষয়টির সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে। উল্লেখ্য, ডেনারবির প্রথম চ্যালেজ্ঞ হতে চলেছে অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে চলা অলিম্পিকের কোয়ালিফায়ারের দ্বিতীয় রাউন্ডের খেলা। সহকারী কোচ হিসেবে থাকবেন মেইমল রকি। গোলকিপার কোচ হিসেবে থাকছেন রনিবালা চানু। পাশাপাশি অ্যান্টনি অ্যান্ডুজ ও থাকছেন কোচ হিসেবে।তবে হেড কোচের দায়িত্বে থাকছেন ডেনারবিই।

(Feed Source: abplive.com)