বিধানসভা এলাকায় উন্নয়নের টাকা দেওয়া সম্ভব নয় কারণ…জানালেন কর্ণাটকের ডেপুটি CM

বিধানসভা এলাকায় উন্নয়নের টাকা দেওয়া সম্ভব নয় কারণ…জানালেন কর্ণাটকের ডেপুটি CM

কর্ণাটকের উপমুখ্য়মন্ত্রী ডিকে শিবকুমার। বুধবার তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিধানসভা এলাকায় উন্নয়নের জন্য় টাকা বরাদ্দ করা সম্ভব নয়। কারণ ভোটের আগে কংগ্রেস যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই পাঁচ প্রতিশ্রুতি সরকারকে পালন করতে হবে।

এদিকে শিবকুমারের এই বক্তব্যকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। তবে সূত্রের খবর, কংগ্রেসের ১১জন বিধায়ক সম্প্রতি রাজ্যের মুখ্য়মন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন, বিধানসভা এলাকায় উন্নতির জন্য ফান্ড পাচ্ছি না। এতে সমস্যা হয়ে যাচ্ছে। এদিকে সেই চিঠি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তারপরই এনিয়ে মুখ খুলেছেন কর্ণাটকের উপ মুখ্য়মন্ত্রী।

তবে শিবকুমারের যুক্তি আগের বিজেপি সরকার রাজ্যটাকে পুরো দেউলিয়া করে দিয়েছে। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে জানিয়েছেন, আপাতত উন্নয়নের ফান্ড পাওয়ার জন্য সকলকে ধৈর্য্য ধরতে হবে।

শিবকুমারের দাবি, আগের সরকারের ভুলগুলো আমাদের সংশোধন করতে হবে। না হলে এগিয়ে চলা সম্ভব নয়। নির্বাচনী ইস্তেহারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলিকে আগে পালন করতে হবে। তারপর অন্যকথা।

তিনি জানিয়েছেন, নির্বাচনের আগের প্রতিশ্রুতিগুলি পালন করতে হবে। তার আগে উন্নয়নের টাকা নিয়ে বিধায়কদের উচ্চবাচ্য করা ঠিক হবে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবার ভোটে জেতার জন্য় একেবারে লম্বা চওড়া প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। কিন্তু ভোটে জেতার পরে সেগুলি পালন না করলে আখেরে সমস্যা হতে পারে। চেপে ধরতে পারেন বিরোধীরা। কারণ সামনেই লোকসভা ভোট। তার আগে প্রতিশ্রুতি পালন না করতে পারলে সেটা কংগ্রেসের কাছেই সমস্যার হয়ে যাবে। কারণ বিজেপি প্রচার করে বেড়াবে কংগ্রেস ভোটের আগে প্রতিশ্রুতি দেয় অথচ তা পালন করে না। সেকারণেই এবার উন্নয়নের টাকাতে কাটছাঁট করেও ভোটের আগের প্রতিশ্রুতি পালন করতে মরিয়া কর্ণাটকের কংগ্রেস সরকার।

তবে সামগ্রিক পরিস্থিতিতে কর্ণাটকে কংগ্রেসের অন্দরেই অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছে। এভাবে নিজেদের এলাকায় উন্নয়ন না হলে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে উঠতে পারেন। কারণ ভোটের আগে সেখানেও নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব। সব মিলিয়ে কার্যত উভয় সংকট অবস্থা কংগ্রেসের। একদিকে বিধানসভা এলাকায় উন্নয়নের জন্য ফান্ড বরাদ্দ করলে তখন আবার নির্বাচনী প্রতিশ্রুতি পালন করা যাবে না। আবার অন্যদিকে বিধানসভা এলাকায় উন্নতি করতে না পারলে সমস্যায় পড়বেন কংগ্রেস বিধায়করা। এখন এই দুই অবস্থার মধ্যে সামঞ্জস্য রক্ষা করাটাই বড় চ্যালেঞ্জ কংগ্রেস নেতৃত্বের কাছে।

(Feed Source: hindustantimes.com)