জীবনদান পেয়ে হ্যারির তাণ্ডব, নিজেদের ভুলেই ইংল্যান্ডের গলার ফাঁস আলগা করে অজিরা

জীবনদান পেয়ে হ্যারির তাণ্ডব, নিজেদের ভুলেই ইংল্যান্ডের গলার ফাঁস আলগা করে অজিরা

কীভাবে সুযোগের সদ্ব্যবহার করতে হয়, দেখিয়ে দিলেন হ্যারি ব্রুক। মাত্র ৫ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফেরার কথা ছিল তাঁর। তবে সহজ জীবনদান পাওয়ার পরে আর পিছনে ফিরে তাকাননি ব্রিটিশ তারকা। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করার পাশাপাশি অ্যাশেজের পঞ্চম তথা শেষ টেস্টে ইংল্যান্ডকে লড়াই করার রসদ এনে দেন হ্যারি।

ওভালে চলতি অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা পরিচিত ব্যাজবল ক্রিকেটের ভঙ্গিতেই ইনিংস শুরু করে। ওপেনিং জুটিতে দ্রুত দলগত ৫০ রানের গণ্ডি টপকায় ইংল্যান্ড। তবে আগ্রাসী ব্যাটিংয়ের চেষ্টায় সেট হয়েও একে একে সাজঘরে ফেরেন দুই ব্রিটিশ ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি।

ইনিংসের নবম ওভারে কামিন্সের বলে ডেভিড ওয়ার্নারের হাত থেকে জীবনদান পান ডাকেট। সেই সুযোগ তিনি কাজে লাগাতে পারেননি। ১১.৬ ওভারে মিচেল মার্শের বলে অ্যালেক্স ক্যারির দস্তানায় ধরা পড়েন বেন। সাজঘরে ফেরার আগে ডাকেট ৩টি বাউন্ডারির সাহায্যে ৪১ বলে ৪১ রান করেন।

জ্যাক ক্রলি ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ২২ রান করে কামিন্সের বলে স্মিথের হাতে ধরা পড়েন। তিন নম্বরে ব্যাট করতে নেমে মইন আলিও ব্যাট চালাতে শুরু করেন। তিনি ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৩৪ রান করে মার্ফির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন।

ব্যাট হাতে ব্যর্থ হন জো রুট, বেন স্টোকস ও জনি বেয়ারস্টো। রুট ৫, স্টোকস ৩ ও বেয়ারস্টো ৪ রান করে মাঠ ছাড়েন। হ্যারি ব্রুক ১৭তম ওভারে (১৬.৪ ওভারে) সহজ জীবনদান পান। কামিন্সের বলে তাঁর ক্যাচ ছাড়েন উইকেটকিপার ক্যারি। ব্রুক তখন ব্যাট করছিলেন ব্যক্তিগত ৫ রানে। শেষমেশ ১১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯১ বলে ৮৫ রানের অনবদ্য ইনিংস খেলে সাজঘরে ফেরেন ব্রুক। অর্থাৎ, জীবনদান পাওয়ার পরে নিজের ইনিংসে ৮০ রান যোগ করেন হ্যারি।

মূলত হ্যারি ব্রুকের এই দুরন্ত ইনিংসে ভর করেই ইংল্যান্ড প্রথম ইনিংসে আড়াইশো রানের গণ্ডি টপকায়। তারা ৫৪.৪ ওভারে ২৮৩ রানে অল-আউট হয়ে যায়। শেষ বেলায় ক্রিস ওকস ৩৬, মার্ক উড ২৮ ও স্টুয়ার্ট ব্রড ৭ রানের যোগদান রাখেন।

অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে ৪টি উইকেট নেন মিচেল স্টার্ক। ২টি করে উইকেট পকেটে পোরেন জোশ হেজেলউড ও টড মার্ফি। ১টি করে উইকেট নেন প্যাট কামিন্স ও মিচেল মার্শ।

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে ১ উইকেটের বিনিময়ে ৬১ রান তোলে। তারা সাকুল্যে ২৫ ওভার ব্যাট করে। ডেভিড ওয়ার্নার ৩টি বাউন্ডারির সাহায্যে ৫২ বলে ২৪ রান করে মাঠ ছাড়েন। ৪টি বাউন্ডারির সাহায্যে ৭৫ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন উসমান খোয়াজা। ২৩ বলে ২ রান করে নট-আউট থাকেন মার্নাস ল্যাবুশান। ইংল্যান্ডের হয়ে দিনের একমাত্র উইকেটটি নিয়েছেন ক্রিস ওকস। আপাতত ইংল্যান্ডের থেকে ২২২ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

(Feed Source: hindustantimes.com)