১ অগাস্ট থেকে বদলে যাবে অনেক নিয়ম, আপানার পকেটে পড়তে পারে টান !

১ অগাস্ট থেকে বদলে যাবে অনেক নিয়ম, আপানার পকেটে পড়তে পারে টান !

Financial Rule Change: হাতে বাকি আর কয়েকদিন। ১ অগাস্ট থেকেই আর্থিক নিয়মে বেশকিছু পরিবর্তন আনতে পারে সরকার। আইটিআর (ITR) ফাইলিংয়ের শেষ  সময়সীমা থেকে বদলে যেতে পারে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের (Axis Bank Credit Card) নিয়ম। পাশাপাশি রান্নার গ্যাসের দামও (LPG Price) বাড়তে বা কমতে পারে। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়তে পারে আপনার পকেটে।

জেনে নিন কোন-কোন বিষয়ে বদলে যেতে পারে নিয়ম 

১ আইটিআর ফাইল করার শেষ তারিখ
৩১ জুলাই ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) দাখিলের শেষ তারিখ। এরপরে ITR জমা দিলে জরিমানা দিতে হতে পারে আপনাকে। মনে রাখবেন, ITR ফাইলিং উইন্ডোটি ১ অগাস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে।

২ Axis Bank ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন
অগাস্ট মাসেই ক্রেডিট কার্ড নীতিতে পরিবর্তন করছে Axis Bank। ১ অগাস্ট থেকে ব্যাঙ্ক রিওয়ার্ড প্রোগ্রাম, সুদের হার ও বিভিন্ন ক্রেডিট কার্ড অফারের জন্য বার্ষিক চার্জ সংশোধন করতে চলেছে। এই পরিবর্তনগুলি কীভাবে তাদের ক্রেডিট কার্ড ব্যবহার ও ব্যয়কে প্রভাবিত করতে পারে , তা বোঝার জন্য গ্রাহকদের আপডেট করা নিয়ম ও শর্তাবলী দেখে নিতে হবে।

৩ LPG Price Hike:এলপিজির দাম পরিবর্তন হতে পারে
অপরিশোধিত তেলের দামের অস্থিরতার সঙ্গে ভারতে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি তেল বিপণন সংস্থাগুলি মাসিক ভিত্তিতে এলপিজির দাম সংশোধন করে। এলপিজির দামের সম্ভাব্য পরিবর্তনের জন্য গ্রাহকদের ১ অগাস্টের দিকে তাকিয়ে থাকতে হবে।

৪ MSME এর জন্য সরকারি উদ্যোগ
অগাস্টে সরকার MSEME তথা স্বল্প ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলিকে অর্থনৈতিক সাহায্য় করতে পারে। যার ফলে MSME-র জন্য ঋণ, ভর্তুকি ও ট্যাক্সের সুবিধা পাবে কোম্পানিগুলি। সেই কারণে ১ অগাস্ট থেকে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সম্ভাব্য সুবিধাগুলি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে।

৫ বাড়তে বা কমতে পারে বাড়ি বা ফ্ল্যাটের দাম
রিয়েল এস্টেট সেক্টর বর্তামানে একটি গতিশীল পরিবেশের সম্মুখীন হচ্ছে। আশা করা হচ্ছে,  অগাস্টেও বাজারে এই গতি বজায় থাকবে। সেই ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতাদের বাজারের প্রবণতা, হাউজিং লোনের সুদের হার ও সরকারী নীতির উপর নজর রাখা উচিত। কারণ এগুলি অগাস্ট থেকে সম্পত্তির দামের ওপর প্রভাব ফেলতে পারে। এছাড়াও, বিভিন্ন রাজ্যে রিয়েল এস্টেট (রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) অ্যাক্ট (RERA) বাস্তবায়ন হতে পারে। যার প্রভাব পড়বে সম্পত্তির ওপর।

(Feed Source: abplive.com)