CU: অনলাইনে পরীক্ষার দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ, ফের উত্তাল কলকাতা বিশ্ববিদ্যালয়

CU: অনলাইনে পরীক্ষার দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ, ফের উত্তাল কলকাতা বিশ্ববিদ্যালয়

‌অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ অব্যাহত কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে। শুক্রবার পড়ুয়াদের বিক্ষোভের জেরে উত্তাল হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর। বিশ্ববিদ্যালয়ের তরফে অবশ্য জানানো হয়েছে, পরীক্ষা অফলাইনে বসে নাকি অনলাইনে হবে, সে বিষয়ে আগামী ৩ জুন সিন্ডিকেট সিদ্ধান্ত নেবে।

গত শনিবারের পর সোমবার পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর। এরপর গত বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয় চত্বরে পড়ুয়াদের বিক্ষোভ চলে। উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের চত্বর ছেড়ে বেরোনোর সময় তাঁর গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। বিক্ষোভ প্রদর্শনের সেই ধারা অব্যাহত ছিল এদিনও। এদিন বিশ্ববিদ্যালয়ের দুটি গেট বন্ধ করে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ে ভিতরে কাউকেই ঢুকতে বা বেরোতে দেওয়া হচ্ছিল না। এদিন বিকেল চারটের পর জোড়াসাঁকো থানার পুলিশ ঘটনাস্থলে আসে ও গেট খোলার বন্দোবস্ত করে। পুলিশ গেট খুলে দেওয়ার পরও পড়ুয়াদের বিক্ষোভ অব্যাহত থাকে। অনলাইন পরীক্ষার দাবিতে লাগাতার স্লোগান চলতে থাকে। বিশ্ববিদ্যালয়ের স্টাফদের গাড়ি বেরোতে গেলে উপাচার্যের গাড়ি মনে করে ছাত্রছাত্রীরা গাড়ি আটকায়। পুলিশ এসে অবশ্য বিক্ষোভরত পড়ুয়াদের সরিয়ে দেয়। এরপর গাড়ি বেরোতে পারে।

পড়ুয়াদের দাবি, উপাচার্যকে তাঁদের সঙ্গে কথা বলতে হবে। উপাচার্য যতক্ষণ না তাঁদের ডাকে ও তাঁদের অনলাইনে পরীক্ষার দাবি মেনে নেয়, ততক্ষণ পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে। এর আগে গত বৃহস্পতিবার উপাচার্যের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ১২ সদস্যের প্রতিনিধি দল। কিন্তু উপাচার্য তাঁদের সঙ্গে দেখা করেননি। উপাচার্য জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের অধিনস্থ কলেজের অধ্যক্ষদের ৫০ শতাংশ অফলাইনে পরীক্ষার পক্ষে রায় দিয়েছেন। আগামী ৩ জুন সিন্ডিকেটের বৈঠকে অনলাইনে নাকি অফলাইনে পরীক্ষা হবে, সেই বিষয়টি চূড়ান্ত হবে।

(Source: hindustantimes.com)