সেচমন্ত্রী পার্থ ভৌমিককে চেনেন তো? রাজনীতিবিদ হিসাবেই তাঁকে চেনেন নিশ্চয়। তবে সেই মন্ত্রীমশাই পার্থবাবুকেই নাকি শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় ছেড়ে দেওয়ার কথা বলেছেন। কিন্তু রাজনীতি ছেড়ে করবেনটা কী পার্থ বাবু? আর শাশ্বত চট্টোপাধ্যায়ই বা তাঁকে কেন এমন কথা বলেছেন?
বিধায়ক, পরিচালক রাজ চক্রবর্তী হাত ধরে মন্ত্রী পার্থ ভৌমিককে এখন অভিনেতা পার্থ ভৌমিকও বলা চলে। রাজের ‘আবার প্রলয়’ শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গেই এক পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয় করেছেন পার্থ বাবু। হ্যাঁ, ‘আবার প্রলয়’-এ দাবাং পুলিশ অফিসার অনিমেষ দত্তর সহকারী তিনি। ওয়েব সিরিজের স্ট্রিমিং শুরু না হলেও সিরিজটি আলাদা করে দেখা হয়ে গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়ের। আর তারপরই মন্ত্রীমশাইকে ফোন করেন শাশ্বত।
আনন্দবাজার প্রতিবেদন অনুসারে শাশ্বত চট্টোপাধ্যায় নাকি সেচমন্ত্রীকে রাজনীতি, মন্ত্রীত্ব ছেড়ে সম্পূর্ণভাবে অভিনয়ে আসার প্রস্তাব দিয়েছেন। বলেছেন অভিনয়ই নাকি পার্থ ভৌমিকের আসল জায়গা। রাজনীতি ছেড়ে পাকাপাকিভাবে তিনি অভিনয় করতে চাইলে কাজ করে কুলোতে পারবেন না। তা পর্দার ‘অনিমেষ দত্ত’র এমন প্রস্তাবে মন্ত্রীমশাই কি রাজি? আজ্ঞে নাহ। শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতার কাছ থেকে প্রশংসা পেয়ে সেচমন্ত্রীপার্থ অবশ্যই খুশি। তবে তিনি নাকি জানিয়ে দিয়েছেন, অভিনয় ভালোবাসলেও রাজনীতি আসলে তাঁর নেশার মতো। ছাত্রজীবন থেকে রাজনীতিই তাঁর ধ্যানজ্ঞান, তাই রাজনীতি তিনি ছাড়তে পারবেন না। আপাতত কোনও ছবি বা ওয়েব সিরিজে অভিনয় করতেও নারাজ তিনি। কারণ, তাঁর কাঁধে সেচমন্ত্রী হিসাবে অগাধ দায়িত্ব রয়েছে। আপাতত তাই নিয়েই তিনি ব্যস্ত থাকতে চান, তাই সময় পেলে পরে নিশ্চয় ভেবে দেখবেন বলে জানিয়েছেন পার্থ ভৌমিক। জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নাকি ৪ দিনের ছুটি নিয়ে ওয়েব সিরিজের শ্য়ুটিং করতে সুন্দরবনে গিয়েছিলেন পার্থ ভৌমিক।
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে ‘আবার প্রলয়’-এর ট্রেলার। এদিকে টিজার মুক্তির পরই অভিনয়ের প্রশংসা কুড়িয়েছিলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তবে আগামী লোকসভা ভোট পর্যন্ত সিনেমা বা ওয়েব সিরিজে আর কাজ করবেন না। যদিও থিয়েটারে অভিনয়টা চালিয়ে যেতে চান পার্থ ভৌমিক। দেবশঙ্কর হালদার ও খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে দুটি আলাদা আলাদা নাটকে দেখা যাবে তাঁকে।
(Feed Source: amarujala.com)