IND vs WI 2nd ODI: হাফ-সেঞ্চুরি হোপের, রোহিত-কোহলিকে বসিয়ে রেখে ম্যাচ হারল ভারত

IND vs WI 2nd ODI: হাফ-সেঞ্চুরি হোপের, রোহিত-কোহলিকে বসিয়ে রেখে ম্যাচ হারল ভারত

টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেও দাপটের সঙ্গে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচ জিতলেই এক ম্যাচ বাকি থাকতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজেরও দখল নিত ভারত। যদিও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ পালটা আঘাত হানতে মরিয়া ছিল ভারতীয় শিবিরে। তাদের কাছে এটি ছিল ডু-অর-ডাই ম্যাচ। সিরিজে ভেসে থাকতে হলে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিততেই হতো ক্যারিবিয়ানদের। শেষমেশ বার্বাডোজে শেষ হাসি হাসে ওয়েস্ট ইন্ডিজ।

30 Jul 2023, 02:48:20 AM IST

ম্যাচের সেরা শাই হোপ

২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮০ বলে ৬৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলার সুবাদে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জেতেন ওয়েস্ট ইন্ডিজ দলনায়ক শাই হোপ।

30 Jul 2023, 02:37:04 AM IST

ম্যাচ হারল ভারত

রোহিত-কোহলিকে বসিয়ে রেখে দল নামানোর সিদ্ধান্ত বুমেরাং হল ভারতের। ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৬ উইকেটে পরাজিত হল টিম ইন্ডিয়া। ভারতের ১৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৩৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮২ রান তুলে নেয়। ৮০ বল বাকি থাকতে ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যাপ্টেন শাই হোপ ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮০ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন। ৪টি বাউন্ডারির সাহায্যে ৬৫ বলে ৪৮ রান করে নট-আউট থাকেন কেসি কার্টি। ভারতের হয়ে ৪২ রানে ৩টি উইকেট নেন শার্দুল ঠাকুর। ৩০ রানে ১টি উইকেট নেন কুলদীপ যাদব।

30 Jul 2023, 02:26:11 AM IST

১৯ রান দরকার ক্যারিবিয়ানদের

৩৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ১৬৩ রান। সুতরাং, জয়ের জন্য ক্যারিবিয়ানদের প্রয়োজন ১৫ ওভারে ১৯ রান। ৫৫ রানে ব্যাট করছেন শাই হোপ। ৩৭ রানে ব্যাট করছেন কেসি কার্টি।

30 Jul 2023, 02:13:22 AM IST

হাফ-সেঞ্চুরি হোপের

২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শাই হোপ। ৩৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ১৫২ রান। জিততে মাত্র ৩০ রান দরকার ক্যারিবিয়ানদের। হোপ ৫২ ও কার্টি ২৯ রানে ব্যাট করছেন।

30 Jul 2023, 01:57:57 AM IST

২০ ওভারে ৪৫ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের

৩০ ওভারের খেলা শেষ। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ১৩৭ রান। সুতরাং, জয়ের জন্য তাদের শেষ ২০ ওভারে ৪৫ রান দরকার। ৪৬ রানে ব্যাট করছেন শাই হোপ। ২১ রান করেছেন কার্টি।

30 Jul 2023, 01:49:04 AM IST

৫২ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের

২৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ১৩০ রান। জয়ের জন্য ২২ ওভারে ৫২ রান দরকার ক্যারিবিয়ানদের। ৪৩ রানে ব্যাট করছেন শাই হোপ। ৫৮ বলের ইনিংসে তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ১৭ রান করেছেন কার্টি।

30 Jul 2023, 01:36:18 AM IST

২৫ ওভারে ৬৫ দরকার ওয়েস্ট ইন্ডিজের

২৫ ওভারের খেলা শেষ। অর্ধেক ইনিংস শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ১১৭ রান। জয়ের জন্য শেষ ২৫ ওভারে ৬৫ রান দরকার তাদের। ৩৮ রানে ব্যাট করছেন শাই হোপ।

30 Jul 2023, 01:25:07 AM IST

১০০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ

২২তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকায় ওয়েস্ট ইন্ডিজ। তাদের স্কোর ৪ উইকেটে ১০৩ রান। ২৯ রানে ব্য়াট করছেন শাই হোপ। ৪ রানে ব্যাট করছেন কার্টি। জাদেজা ৪ ওভারে ১৫ রান খরচ করেছেন।

30 Jul 2023, 01:09:47 AM IST

কুলদীপের বলে বোল্ড হেতমায়ের

১৬.৬ ওভারে কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শিমরন হেতমায়ের। ১৫ বলে ৯ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৯১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কেসি কার্টি। ২১ রানে ব্যাট করছেন হোপ।

30 Jul 2023, 12:58:36 AM IST

১৫ ওভারের খেলা শেষ

১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৮৪ রান। ১৭ রানে ব্যাট করছেন শাই হোপ। ৭ রানে ব্যাট করছেন শিমরন হেতমায়ের। হোপ ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। শার্দুল ৪ ওভারে ১৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।

30 Jul 2023, 12:46:46 AM IST

শার্দুলের তৃতীয় শিকার আথানাজে

১২.২ ওভারে শার্দুল ঠাকুরের বলে ইশান কিষানের দস্তানায় ধরা পড়েন আলিক আথানাজে। ৯ বলে ৬ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৭২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিমরন হেতমায়ের। ১৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৭৫ রান।

30 Jul 2023, 12:44:07 AM IST

স্পিন আক্রমণ শুরু ভারতের

১২তম ওভারে প্রথমবার স্পিন আক্রমণ শানায় ভারত। বল করতে আসেন কুলদীপ। তাঁর ওভারে ১টি চার মারেন হোপ। ১২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ৭২ রান।

30 Jul 2023, 12:34:50 AM IST

১০ ওভারের খেলা শেষ

১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৬৪ রান। দশম ওভারে উমরানের বলে ১টি ছক্কা মারেন শাই হোপ। তিনি ৬ রানে ব্যাট করছেন। ৪ রান করেছেন আথানাজে। ২ ওভারে ১৮ রান খরচ করেছেন উমরান মালিক।

30 Jul 2023, 12:28:16 AM IST

কিংকে ফেরালেন শার্দুল

একই ওভারে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারকে ফেরালেন শার্দুল ঠাকুর। ৮.৪ ওভারে শার্দুলের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ব্র্য়ান্ডন কিং। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ১৫ রান করেন কিং। ওয়েস্ট ইন্ডিজ ৫৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাই হোপ।

30 Jul 2023, 12:24:43 AM IST

মায়ের্সকে ফেরালেন শার্দুল

নবম ওভারে বল করতে আসেন শার্দুল ঠাকুর। তাঁর প্রথম বলেই ছক্কা মারেন মায়ের্স। ৮.২ ওভারে শার্দুলের বলে উমরান মালিকের হাতে ধরা পড়েন কাইল। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৩৬ রান করে মাঠ ছাড়েন মায়ের্স। ওয়েস্ট ইন্ডিজ ৫৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আথানাজে।

30 Jul 2023, 12:20:39 AM IST

উমরানকে জোড়া বাউন্ডারি কিংয়ের

অষ্টম ওভারে বল করতে আসেন উমরান মালিক। তাঁর বলে ২টি চার মারেন ব্র্যান্ডন কিং। ৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ৪৬ রান। কিং ১৫ ও মায়ের্স ৩০ রানে ব্যাট করছেন।

30 Jul 2023, 12:17:46 AM IST

ব্যাট চালাচ্ছেন মায়ের্স

৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ৩৮ রান। ২৬ বলে ৩০ রান করেছেন মায়ের্স। মেরেছেন ৪টি চার ও ১টি ছক্কা। ১৬ বলে ৭ রান করেছেন কিং। মেরেছেন ১টি চার।

30 Jul 2023, 12:06:36 AM IST

দাপুটে শুরু ওয়েস্ট ইন্ডিজের

পঞ্চম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ১টি ছক্কা মারেন কাইল মায়ের্স। ৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ৩০ রান। ২০ বলে ২৬ রান করেছেন মায়ের্স। ৩ রানে ব্যাট করছেন কিং।

29 Jul 2023, 11:54:52 PM IST

মুকেশকে জোড়া বাউন্ডারিতে স্বাগত

দ্বিতীয় ওভারে বল করতে আসেন মুকেশ কুমার। প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন কাইল মায়ের্স। ওভারে ১১ রান ওঠে। ২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ১৮ রান। মায়ের্স ১৬ রানে ব্যাট করছেন।

29 Jul 2023, 11:48:49 PM IST

রান তাড়া শুরু ওয়েস্ট ইন্ডিজের

ব্র্যান্ডন কিংকে নিয়ে ওপেন করতে নামেন কাইল মায়ের্স। ভারতের হয়ে বোলিং শুরু করেন হার্দিক পান্ডিয়া। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন কিং। চতুর্থ বলে চার মারেন মায়ের্স। প্রথম ওভারে ৭ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

29 Jul 2023, 11:15:10 PM IST

অল-আউট ভারত

৪০.৫ ওভারে গুড়াকেশ মোতির বলে হেতমায়েরের হাতে ধরা পড়েন মুকেশ কুমার। ৭ বলে ৬ রান করে আউট হন তিনি। ভারত ১৮১ রানে অল-আউট হয়ে যায়। কুলদীপ ৮ রানে অপরাজিত থাকেন। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ১৮২ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট নেন গুড়াকেশ মোতি ও রোমারিও শেফার্ড। ২টি উইকেট নেন আলজারি জোসেফ। ১টি করে উইকেট দখল করেন জয়ডেন সিলস ও ইয়ানিক কারিয়া।

29 Jul 2023, 11:11:16 PM IST

৪০ ওভারের খেলা শেষ

৪০ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৯ উইকেটে ১৮০ রান। ৪ বলে ৬ রান করেছেন মুকেশ। মেরেছেন ১টি চার। ২১ বলে ৭ রান করেছেন কুলদীপ যাদব। তিনিও ১টি চার মেরেছেন।

29 Jul 2023, 11:01:56 PM IST

উমরান মালিক আউট

বৃষ্টির পরে খেলা শুরু হলে প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন উমরান মালিক। ৩৭.৪ ওভারে জোসেফের বলে কার্টির হাতে ধরা পড়েন উমরান। জোসেফ একই ওভারে ২টি উইকেট তুলে নেন। ২ বল খেলে খাতা খুলতে পারেননি উমরান। ভারত ১৬৭ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুকেশ কুমার। তিনি ওভারের শেষ বলে চার মারেন। ৩৮ ওভার শেষে ভারতের স্কোর ৯ উইকেটে ১৭১ রান।

29 Jul 2023, 10:41:49 PM IST

শার্দুলকে ফেরালেন জোসেফ

৩৭.২ ওভারে আলজারি জোসেফের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন শার্দুল ঠাকুর। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ২২ বলে ১৬ রান করেন শার্দুল। মারেন ২টি চার। ভারত ১৬৭ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উমরান মালিক। ৩৭.৩ ওভারের খেলা সম্পন্ন হওয়ার পরে ফের বৃষ্টিতে ম্যাচের গতি থমকায়।

29 Jul 2023, 10:36:17 PM IST

ভরসা দিচ্ছে শার্দুলের ব্যাট

৩৭ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ১৬৭ রান। ২০ বলে ১৬ রান করেছেন শার্দুল ঠাকুর। মেরেছেন ২টি চার। ১১ বলে ২ রান করেছেন কুলদীপ যাদব।

29 Jul 2023, 10:20:14 PM IST

১৫০ টপকাল ভারত

৩৪তম ওভারে ভারত দলগত ১৫০ রানের গণ্ডি টপকায়। টিম ইন্ডিয়ার স্কোর ৭ উইকেটে ১৫৪ রান। ৬ রানে ব্যাট করছেন শার্দুল ঠাকুর। এখনও খাতা খোলেননি কুলদীপ।

29 Jul 2023, 10:17:10 PM IST

সূর্যকুমার যাদব আউট

৩২.১ ওভারে গুড়াকেশ মোতির বলে আথানাজের হাতে ধরা পড়েন সূর্যকুমার যাদব। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ২৪ রান করেন সূর্য। ভারত ১৪৮ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুলদীপ যাদব। ৩৩ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৭ উইকেটে ১৪৯ রান।

29 Jul 2023, 10:12:06 PM IST

রবীন্দ্র জাদেজা আউট

৩১.৩ ওভারে রোমারিও শেফার্ডের বলে কারিয়ার হাতে ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। ২১ বলে ১০ রান করেন তিনি। ভারত ১৪৬ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর। ৩২ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৪৮ রান।

29 Jul 2023, 10:05:51 PM IST

৩০ ওভারের খেলা শেষ

৩০ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৪১ রান। ১৮ বলে ২০ রান করেছেন সূর্যকুমার যাদব। মেরেছেন ৩টি চার। ১৭ বলে ৮ রান করেছেন রবীন্দ্র জাদেজা।

29 Jul 2023, 09:57:45 PM IST

ফের সঞ্জুর জার্সিতে সূর্যকুমার

প্রথম ওয়ান ডে ম্যাচে সঞ্জু স্যামসন মাঠে নামার সুযোগ পাননি। তাঁর জার্সি পরে মাঠে নামেন সূর্যকুমার যাদব। দ্বিতীয় ম্যাচে সঞ্জু মাঠে নামেন। তবে এই ম্যাচেও তাঁর জার্সি পরে খেলতে নামেন সূর্য। অর্থাৎ, এক সঞ্জু আউট হওয়ার পরে আরেক সঞ্জু মাঠে নামেন। আসলে জার্সির মাপ সঠিক না হওয়ার জন্যই সূর্যকুমারকে স্যামসনের জার্সিতে মাঠে নামতে হয়েছে। ২৮ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৩২ রান। সূর্যকুমার ১৩ ও জাদেজা ৬ রানে ব্যাট করছেন।

29 Jul 2023, 09:42:22 PM IST

বৃষ্টির পরে পুনরায় খেলা শুরু

বৃষ্টির পরে পুনরায় খেলা শুরু হলে সূর্যকুমারের সঙ্গে ব্যাট হাতে ক্রিজে যোগ দেন রবীন্দ্র জাদেজা। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১২২ রান। জাদেজা ৪ ও সূর্যকুমার ৫ রানে ব্যাট করছেন।

29 Jul 2023, 08:56:41 PM IST

সঞ্জু স্যামসন আউট, বৃষ্টিতে থমকে খেলা

২৪.১ ওভারে ইয়ানিক কারিয়ার বলে স্লিপে কিংয়ের হাতে ধরা পড়েন সঞ্জু স্যামসন। ১৯ বলে ৯ রান করেন স্যামসন। ভারত ১১৩ রানে ৫ উইকেট হারায়। সঞ্জু আউট হওয়া মাত্রই বৃষ্টিতে খেলা থমকে যায়। ঢাকা দেওয়া হয় পিচ।

29 Jul 2023, 08:53:22 PM IST

হার্দিক পান্ডিয়া আউট

২৩.৬ ওভারে জয়ডেন সিলসের বলে কিংয়ের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ১৪ বলে ৭ রান করেন তিনি। ভারত ১১৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব।

29 Jul 2023, 08:41:41 PM IST

১০০ টপকাল ভারত

২১তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকায় ভারত। ২১ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ১০১ রান। সঞ্জু ও হার্দিক উভয়েই ব্যক্তিগত ২ রানে ব্যাট করছেন।

29 Jul 2023, 08:32:28 PM IST

অক্ষর প্যাটেল আউট

১৯.২ ওভারে শেফার্ডের লাফিয়ে ওঠা বলে উইকেটকিপার শাই হোপের দস্তানায় ধরা পড়েন অক্ষর প্যাটেল। বল ছাড়তে চেয়েও পারেননি অক্ষর। ব্যাটসম্যানের গ্লাভস ছুঁয়ে বল জমা পড়ে কিপারের দস্তানায়। ৮ বলে ১ রান করেন অক্ষর। ভারত ৯৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া।

29 Jul 2023, 08:22:59 PM IST

ইশান কিষান আউট

১৭.৩ ওভারে শেফার্ডের বলে আথানাজের হাতে ধরা পড়েন ইশান কিষান। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ৫৫ রান করে মাঠ ছাড়েন ইশান। ভারত ৯৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল।

29 Jul 2023, 08:14:06 PM IST

শুভমন গিল আউট

১৬.৫ ওভারে মোতির বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে আলজারি জোসেফের হাতে ধরা পড়েন শুভমন গিল। ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৯ বলে ৩৪ রান করে সাজঘরে ফেরেন গিল। ভারত দলগত ৯০ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সঞ্জু স্যামসন।

29 Jul 2023, 08:11:38 PM IST

হাফ-সেঞ্চুরি ইশানের

৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ইশান কিষান। উল্লেখ্য, সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচেও অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন ইশান। সুতরাং, টানা ২টি ম্যাচে ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকালেন ইশান কিষান।

29 Jul 2023, 08:10:53 PM IST

দ্বিতীয়বার গিলের হাফ-চান্স কাজে লাগাতে ব্যর্থ উইন্ডিজ

১৫.৫ ওভারে ফের বোলারের দিকে সজোরে শট মারেন শুভমন গিল। বল গিয়ে লাগে বোলার শেফার্ডের হাতে। তবে ক্যাচ ধরতে পারেননি তিনি। ১৬ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৮৫ রান।

29 Jul 2023, 08:05:54 PM IST

মোতিকে ছক্কা হাঁকালেন ইশান

১৫তম ওভারে গুড়াকেশ মোতির বলে ১টি ছক্কা মারেন ইশান কিষান। ১৫ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৭৮ রান। ইশান ৪৬ রানে ব্যাট করছেন। ২৭ রান করেছেন শুভমন গিল।

29 Jul 2023, 07:58:32 PM IST

জীবনদান পেলেন ইশান

১২.৪ ওভারে নিজের বলেই ইশান কিষানের ক্যাচ ছাড়েন গুড়াকেশ মোতি। ইশান তখন ৩৪ রানে ব্যাট করছিলেন। ১৩ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ৬২ রান। ইশান ৩৫ ও গিল ২২ রানে ব্যাট করছেন।

29 Jul 2023, 07:49:12 PM IST

৫০ টপকাল ভারত

১১তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় ভারত। ১১ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ৫১ রান। শুভমন গিল ২০ ও ইশান কিষান ২৭ রানে ব্যাট করছেন।

29 Jul 2023, 07:45:48 PM IST

১০ ওভারের খেলা শেষ

১০ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৪৯ রান। ইশান কিষান ৩২ বলে ২৬ রান করেছেন। মেরেছেন ৪টি চার। শুভমন গিল ২৮ বলে ১৯ রান করেছেন। মেরেছেন ৩টি চার।

29 Jul 2023, 07:36:47 PM IST

জোসেফকে জোড়া বাউন্ডারি ইশানের

সপ্তম ওভারে মায়ের্সের বলে ১টি চার মারেন ইশান। অষ্টম ওভারে জোসেফের বলে ২টি চার মারেন তিনি। ৮ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৪৪ রান। ইশান ২৫ ও গিল ১৬ রানে ব্যাট করছেন।

29 Jul 2023, 07:26:03 PM IST

প্রথম বাউন্ডারি ইশানের

ষষ্ঠ ওভারে জয়ডেন সিলের প্রথম বলে চার মারেন ইশান কিষান। ৬ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ২৪ রান। গিল ১৫ ও ইশান ৮ রানে ব্যাট করছেন।

29 Jul 2023, 07:19:48 PM IST

সিলসের ওভারে জোড়া বাউন্ডারি গিলের

চতুর্থ ওভারে জয়ডেন সিলসের বলে ২টি চার মারেন শুবমন গিল। ওভারে ৯ রান ওঠে। ৪ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৮ রান। গিল ১৪ বলে ১৫ রান করেছেন। মেরেছেন ৩টি চার। ১০ বলে ৩ রান করেছেন ইশান কিষান।

29 Jul 2023, 07:14:04 PM IST

গিলের হাফ-চান্স ধরতে পারলেন না মায়ের্স

২.৩ ওভারে মায়ের্সের বলে সজোরে ড্রাইভ মারেন শুভমন গিল। বল সোজা গিয়ে বোলারের হাতে লাগে। যদিও ক্যাচ ধরতে পারেননি কাইল। এত জোরে শটে বোলারের পক্ষে ক্যাচ ধরা মুশকিল। সুতরাং, এটিকে হাফ-চান্স বলাই শ্রেস। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৯ রান।

29 Jul 2023, 07:09:19 PM IST

সিলসকে বাউন্ডারি গিলের

দ্বিতীয় ওভারে বল করতে আসেন জয়ডেন সিলস। প্রথম বলেই চার মারেন শুভমন গিল। ওভারে ৫ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৭ রান। গিল ৬ রানে ব্যাট করছেন।

29 Jul 2023, 07:02:13 PM IST

ইশানের সঙ্গে ওপেনে গিল

প্রথম ম্য়াচের মতো সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও ভারতের হয়ে ওপেন করতে নামেন ইশান কিষান ও শুভমন গিল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিং শুরু করেন কাইল মায়ের্স। চতুর্থ বলে ১ রান নিয়ে খাতা খোলেন ইশান। পঞ্চম বলে ১ রান নেন গিল। প্রথম ওভারে ২ রান ওঠে।

29 Jul 2023, 06:53:20 PM IST

ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ

শাই হোপ (ক্যাপ্টেন ও উইকেটকিপার), কাইল মায়ের্স, ব্র্যান্ডন কিং, আলিক আথানাজে, শিমরন হেতমায়ের, কেসি কার্টি, রোমারিও শেফার্ড, ইয়ানিক কারিয়া, আলজারি জোসেফ, জয়ডেন সিলস ও গুড়াকেশ মোতি।

29 Jul 2023, 06:41:56 PM IST

ভারতের প্রথম একাদশ

শুভমন গিল, ইশান কিষান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, উমরান মালিক ও মুকেশ কুমার।

29 Jul 2023, 06:38:59 PM IST

রোহিত-কোহলিকে ছাড়াই লড়াইয়ে ভারত

রোহিত-কোহলিকে ছাড়াই সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মাঠে নামার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। দুই সিনিয়রকে বিশ্রাম দিয়ে বাকিদের সুযোগ দেয় ভারত। দলে ঢোকেন সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেল।

29 Jul 2023, 06:33:47 PM IST

টস হারলেন হার্দিক

সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস হারলেন রোহিতের বদলে ভারতকে নেতৃত্ব দিতে নামা হার্দিক পান্ডিয়া। টস জিতে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন শাই হোপ ভারতকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং ব্রিজটাউনে রান তাড়া করবে ওয়েস্ট ইন্ডিজ। হার্দিক অবশ্য স্পষ্ট জানান যে, তিনি টস জিতলে শুরুতে ব্যাট করারই সিদ্ধান্ত নিতেন।

29 Jul 2023, 06:21:32 PM IST

বৃষ্টির ভ্রুকূটি রয়েছে ম্যাচে

ব্রিজটাউনে শনিবারের আবহাওয়ার পূর্বাভাস ক্রিকেটপ্রেমীদের স্বস্তি দেবে না মোটেও। কেননা দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫০ শতাংশ। সুতরাং, ম্যাচে বাধা সৃষ্টি করতে পারে বৃষ্টি। উল্লেখ্য, বৃষ্টির জন্য সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের জয়ের সম্ভাবনা ধুয়ে যায়।

29 Jul 2023, 06:06:58 PM IST

ডু-অর-ডাই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের

প্রথম ম্যাচ হেরে বসায় সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের কাছে ডু-অর-ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে। দ্বিতীয় ম্যাচ হারলেই সিরিজ খোয়াতে হবে ক্যারিবিয়ানদের। ভারত অবশ্য এই ম্যাচ জিতেই সিরিজ পকেটে পুরতে মরিয়া।

29 Jul 2023, 05:54:53 PM IST

প্রথম ওয়ান ডে ম্যাচের ফলাফল

ব্রিজটাউনের প্রথম ওয়ান ডে ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা ২৩ ওভারে মাত্র ১১৪ রানে অল-আউট হয়ে যায়। দলের হয়ে সব থেকে বেশি ৪৩ রান করেন ক্যাপ্টেন শাই হোপ। কুলদীপ যাদব ৬ রানে ৪ উইকেট দখল করেন। ৩৭ রানে ৩টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। জবাবে ব্যাট করতে নেমে ভারত ২২.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৬৩ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ লিড নেয় টিম ইন্ডিয়া। ৫২ রান করেন ইশান কিষান। ম্যাচের সেরা হন কুলদীপ।

(Feed Source: hindustantimes.com)