Pakistan News: বিস্ফোরণে নিহতের সংখ্যা ২০, আরও লম্বা হতে পারে তালিকা, আশঙ্কা পাক প্রশাসনের

Pakistan News: বিস্ফোরণে নিহতের সংখ্যা ২০, আরও লম্বা হতে পারে তালিকা, আশঙ্কা পাক প্রশাসনের

ইসলামাবাদ: বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বাড়ছে পাকিস্তানে। সন্ধে পর্যন্ত যা খবর, তাতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি প্রশাসনের। রবিবার জমিয়ত-উলেমা-এ-ইসলাম-ফজল (JUI-F) নামে সংগঠনের কর্মীদের সমাবেশে তীব্র বিস্ফোরণ হয়। অন্তত ৫০ জন জখম হন তাতে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের বজাউর জেলার সদর শহর, খার-এর বিস্ফোরণটি ঘটে। স্থানীয় এক JUI-F কর্মী তাতে মারা যান বলে জানিয়েছে প্রশাসন।

(Feed Source: abplive.com)