নগ্ন মহিলা নেমে এলেন গাড়ি থেকে, হাতে বন্দুক! কী হল তারপর, হাড়হিম হবে শুনলে

নগ্ন মহিলা নেমে এলেন গাড়ি থেকে, হাতে বন্দুক! কী হল তারপর, হাড়হিম হবে শুনলে

ক্যালিফোর্নিয়া: গাড়ি এসে দাঁড়াল৷ আর গাড়ির দরজা খুলে নেমে এলেন এক নগ্ন মহিলা৷ ঘটনাটি ঘটেছে আমেরিকার সানফ্রানসিসকো-অকল্যান্ড বে ব্রিজের সামনে৷ ঘটনা দেখে চোখ কপালে উঠেছে এলাকার সাধারণ মানুষের৷ আর শুধু গাড়ি থেকে নেমে আসাই নয়, নেমে এলোপাতাড়ি গুলি চালালেন তিনি৷ ঘটনায় কারওর প্রাণ না গেলেও তোলপাড়া পড়ে গোটা ঘটনায়৷ ওই মহিলাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ৷

এ দিন ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলিং সার্ভিসের কাছে ৯১১-এ একটি ফোন আসে৷ সেখানে একটি গাড়ির অনিয়ন্ত্রিত গতির জন্য কেউ একজন অভিযোগ করেন৷ সেই গাড়িটি হঠাৎ মাঝরাস্তায় থেমে যায়৷ সেখানে থেমে গিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসেন একটি ছুরি নিয়ে, তার পর চিৎকার করতে শুরু করেন৷ তার পর আবারও গাড়িতে ঢুকে পড়েন, কিছুদূর যান৷ তার পর টোল প্লাজার সামনে হঠাৎই নগ্ন হয়ে বেরিয়ে আসেন তিনি, হাতে বন্দুক নিয়ে৷

ক্যালিফোর্নিয়া পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘গাড়ি থেকে বেরিয়ে ওই মহিলা চিৎকার করতে শুরু করেন৷ তার পর হাওয়ায় বেশ কয়েক রাউন্ড গুলি চালাতে থাকেন৷ তার পর হঠাৎই তার গাড়ির দিকে বিভিন্ন গাড়ি এসে ভিড় করে৷ তখন তিনি বুঝতে পারেননি ঠিক কী ঘটছে৷ পুলিশ যখন কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তখন ওই মহিলা হঠাৎই গুলি চালাতে শুরু করেন৷’’

ওই মহিলা আশেপাশের বেশ কয়েকটি গাড়িকে উদ্দেশ্য করে গুলি ছুড়তে থাকে৷ তার পর ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের বেশ কয়েকটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে যায়৷ সেখানে মহিলাকে বন্দুক ছাড়তে বলা হয়৷ সামান্য সময় সেই দাবি না মালেও তারপর ধীরে ধীরে বন্দুক ছেড়ে দেন তিনি৷ এর পর পুলিশ তাঁকে গ্রেফতার করে, খবরে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম৷

(Feed Source: news18.com)