চোখে মেলে তাকাচ্ছেন, দিচ্ছেন সাড়া, তবে এখনও সংকটজনক বুদ্ধবাবু, সকালে স্ক্যান

চোখে মেলে তাকাচ্ছেন, দিচ্ছেন সাড়া, তবে এখনও সংকটজনক বুদ্ধবাবু, সকালে স্ক্যান

জ্ঞান ফিরেছে। চোখ মেলে তাকাচ্ছেন। নাড়ছেন মাথা। তবে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা এখনও বেশ সংকটজনক। হাসপাতাল সূত্রে এমনই খবর মিলেছে। সূত্রের খবর, নতুন করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়নি। সংকটজনকে হলেও স্থিতিশীল আছেন তিনি। আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে। দফায়-দফায় ইনসুলিন দেওয়ার পর কমেছে সুগার। ফুসফুসে সংক্রমণ থাকলেও তাঁর হৃদপিণ্ড ভালোভাবে কাজ করছে। যা চিকিৎসকদের কিছুটা আশ্বস্ত করছে বলে সূত্রের খবর। যাঁরা সোমবার সকালে বুদ্ধবাবুর সিটি স্ক্যান করার বিষয়ে ভাবনাচিন্তা করছেন বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় হাসপাতালের তরফে বুলেটিন জারি করার পর রাতে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে হাসপাতাল সূত্রের খবর, সন্ধ্যার পর থেকে বুদ্ধবাবুর শারীরিক অবস্থা মোটমুটি একইরকম আছে। শারীরিক অবস্থার উন্নতি না হলেও আপাতত স্থিতিশীল আছেন বুদ্ধদেববাবু। আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে হাসপাতাল সূত্রে খবর। ওই মহলের দাবি, সোমবার সকালে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ক্যান করানোর বিষয়ে ভাবনাচিন্তা চলছে। তাঁর অ্যান্টি-বায়োটিক পরিবর্তন করা এবং সম্পূর্ণ ভেন্টিলেশনে দেওয়ার পর ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। তাই আপাতত স্ক্যান করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শনিবার বুদ্ধদেববাবুকে উডল্যান্ডস হাসপাতালে ভরতি করা হয়। প্রাথমিকভাবে হাসপাতালের তরফে জানানো হয়েছিল, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শ্বাসনালীর নীচের দিকে সংক্রমণ আছে। তাঁর ‘টাইপ ২ রেসপিরেটরি ফেলিয়োর’ হয়েছে। অর্থাৎ রক্তে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বেশি আছে। তাঁকে প্রাথমিকভাবে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু যতটা শারীরিক অবস্থার উন্নতি হবে বলে আশা করেছিলেন চিকিৎসকরা, ততটা উন্নতি না হওয়ায় শনিবার রাতেই বুদ্ধদেববাবুকে ভেন্টিলেশনে দেওয়া হয়। আপাতত সেখানেই আছেন। তাঁর ফুসফুসের সংক্রমণ অত্যন্ত বেশি বলে সূত্রের খবর।

রবিবার দুপুরে চিকিৎসক কৌশক চট্টোপাধ্যায় জানান, বুদ্ধদেববাবুকে নিয়ে এখনও উদ্বেগ আছে। ভেন্টিলেশন থেকে বের করে আনার পরও লড়াইটা জারি থাকবে। আরও সুস্থ করে তুলে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়ি পাঠানোর লড়াই চলবে। এগুলো সব পরের কথা। আপাতত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভেন্টিলেশন থেকে বের করে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

(Feed Source: hindustantimes.com)