৫ বড় খবর: রাজ্যপালের ডাকে বিশ্ববিদ্যালয়ের সমন্বয় কেন্দ্রের প্রথম বৈঠক আজ

৫ বড় খবর: রাজ্যপালের ডাকে বিশ্ববিদ্যালয়ের সমন্বয় কেন্দ্রের প্রথম বৈঠক আজ

আজ সকালেও ভেন্টিলেশনেই রাখা হয়েছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। এদিকে কেএমডিএ-র কাছে জমা পড়েছে শিয়ালদা উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট। সেই রিপোর্ট অনুযায়ী, এই উড়ালপুল বাঁচাতে গেলে সেখান থেকে অবিলম্বে ট্রাম লাইন তুলে দিতে হবে। ঘাটালে পাট ক্ষেত থেকে উদ্ধার হল সিপিআইএম-এর বুথ এজেন্টের মৃতদেহ। আচার্য তথা রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় সমন্বয় কেন্দ্রের প্রথম বৈঠক শুরু হল আজ। আজ সকালের গুরুত্বপূর্ণ পাঁচটি খবরের ওপর চোখ বুলিয়ে নিন একনজরে।

আজ সকালে কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য?

আজ সকালেও ভেন্টিলেশনেই রাখা হয়েছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। চিকিৎসকরা জানিয়েছেন, বাইল্যাটারাল নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় এখনও সঙ্কটজনক অবস্থাতেই আছেন তিনি। তবে সংকটজনকে হলেও স্থিতিশীল আছেন তিনি। এদিকে জ্বরটা কমেছে বলে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে আজ সকালে বুদ্ধবাবুর ফুসফুসের সিটি স্ক্যান করানো হয়েছে। সিটি স্ক্যানের রিপোর্ট দেখে পরবর্দী পদক্ষেপ নির্ধারণ করবেন বোর্ডের চিকিৎসকরা। তবে এখন রক্তে অক্সিজেনের মাত্রা খুব বেশি ওঠা-নামা করছে না।

শিয়ালদা উড়ালপুল থেকে তুলতে হবে ট্রামলাইন, মত বিশেষজ্ঞদের

কেএমডিএ-র কাছে জমা পড়েছে শিয়ালদা উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট। সেই রিপোর্ট অনুযায়ী, এই উড়ালপুল বাঁচাতে গেলে সেখান থেকে অবিলম্বে ট্রাম লাইন তুলে দিতে হবে। তাছাড়া, উড়ালপুলের উপরের অংশ খারাপ হলে পুরনো পিচের ওপর নতুন পিচের প্রলেপ দেওয়া যাবে না। কারণ সেই ভার বহন করতে পারবে না ওই উড়ালপুল। তাই পুরনো পিচের আস্তরণ তুলে দিয়ে নতুন পিচ দিতে হবে।

রুশ বান্ধবীর লন্ডনের অ্যাকাউন্টে বাংলার প্রভাবশালীর টাকা

একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত বাংলার এক ‘প্রভাবশালী’ দুর্নীতির টাকা বিদেশে পাচার করেছেন নিজের রুশ বান্ধবীর কাছে। ইডি সূত্রে সেই খবর মিলেছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। রিপোর্টে দাবি করা হয়েছে, ইডির তদন্তকারীদের অভিযোগ, লন্ডন নিবাসী সেই রুশ নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচার করা হয়েছে দুর্নীতির টাকা। যদিও এই প্রভাবশালীর নাম প্রকাশ্যে আসেনি। ইডির তদন্তকারীরা বলছেন, উক্ত প্রভাবশালী নেতার বান্ধবীর জন্ম প্রাক্তন সোভিয়েত ইউনিয়েনের একটি দেশে। তবে বর্তমানে তিনি রুশ নাগরিক। সেই বান্ধবী পেশায় মডেল। থাকেন লন্ডনে। সেই মহিলার অ্যাকাউন্টে দুর্নীতির টাকা যাওয়ার তথ্য প্রমাণ হাতে এসেছে তদন্তকারীদের।

পাট ক্ষেতে উদ্ধার বাম কর্মীর দেহ

পাট ক্ষেত থেকে উদ্ধার হল সিপিআইএম-এর বুথ এজেন্টের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার ইড়পালা গ্রাম পঞ্চায়েতের জয়বাগ গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সঞ্জয় করণ। পুলিশ পাট ক্ষেত থেকে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের অভিযোগ, সঞ্জয়কে খুন করা হয়েছে। এবার নির্বাচনে মৃত সঞ্জয় বাম প্রার্থী সুব্রত করণের এজেন্ট ছিলেন। জানা গিয়েছে, শনিবার থেকে সঞ্জয়কে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

রাজ্যপালের ডাকে বিশ্ববিদ্যালয়ের সমন্বয় কেন্দ্রের প্রথম বৈঠক আজ

আচার্য তথা রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় সমন্বয় কেন্দ্রের প্রথম বৈঠক শুরু হল আজ। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির সল্টলেক ক্যাম্পাসে সাড়ে দশটা থেকে বৈঠক শুরু হয়। রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এই বৈঠকে উপস্থিত থাকার কথা। জানা গিয়েছে, রাজ্যে ইউথ ফেস্টিভ্যাল করার প্রস্তাব জমা পড়বে এই বৈঠকে। অ্যাকাডেমিক-ইন্ডাস্ট্রি সমন্বয় নিয়ে হবে আলোচনা।

(Feed Source: hindustantimes.com)