দিনকয়েক আগেই বাংলা বিগ বস নিয়ে জল্পনা উসকে দিয়েছিলেন ইউটিউবার কিরণ দত্ত। আর তারপর থেকে সেই ঘোর কেটে বের হতেই পারছে না আমজনতা। নেটপাড়া তো নিজেদের মন মতো করে বাংলার এই মুহূর্তের ১৬ জন বিতর্কিত নামও বেছে নিয়েছে।
কিরণ ফেসবুকে লিখেছিলেন, ‘বাংলায় আবার Big Boss ব্যাক করলে মানে থার্ড সিজন হলে কাকে কাকে দেখতে চাও? দশ জন সাজেস্ট করো দেখি। শুধু ইউটিউবারদের নাম বললে হবে না। মিলিয়ে মিশিয়ে বলো।’
আপাতত ১৬ জনের একটা লিস্ট খুব ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। তা কাকে কাকে বাছলেন নেট-নাগরিকরা?
১৬ প্রতিযোগীর তালিকায় আছেন ভাইরাল নন্দিনী দিদি। যিনি পাইস হোটেল চালান, যদিও রান্না করার থেকে বিতর্ক তৈরিতেই বেশি মন। আজকাল তো আবার খুলেছেন ইউটিউব চ্যানেলও। নাম উঠে আসছে রোদ্দুর রায়ের। যার বিকৃত রবীন্দ্রসংগীতের গুঁতোয় কান ঝালাপালা হয়ে যায় সাধারণের। তবে এই রোদ্দুরের ফ্যান ফলোইংয়ের সংখ্যাও নেহাত কম নয় কিন্তু।
নেটপাড়া দেখতে চাইছে অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানকে। বলে রাখা ভালো, নুসরতের নাম উঠেছিল হিন্দু বিগ বসের ক্ষেত্রেও ২০২২ সালে। আমজনতা দেখতে চাইছে বিনোদনের জগতের ট্রোল হওয়া আরও এক নাম সুদীপাকে। রান্নাঘর দিয়ে খ্যাতি পেলেও, আজকাল বেশিরভাগ সময় খবরে আসেন সুদীপা তাঁকে নিয়ে চলা কটাক্ষের জন্যই। এই যেমন আপাতত কাঁটা চামচ দিয়ে পান্তা ভাত খেয়ে চর্চায় আছেন।
বিগ বস বাংলায় হলে তাতে স্যান্ডিকেও চাইছে মানুষ। চাইছে তৃণমূলের দেবাংশুকেও। অবশ্য তৃণমূলের এই নেতা ফেসবুকে ইতিমধ্যেই লিখে ফেলেছেন, ‘‘এতজন আমার নাম লিখেছেন দেখে আমি আপ্লুত! কিন্তু… ৩ মাস একটা বাড়িতে বন্দি থাকলে শুভেন্দু অধিকারী হয়ে যাব এক্কেবারে! তারপর বেরিয়ে এসে যখন বলব ‘Who is you?’… ভালো লাগবে?’’
নাম রয়েছে তৃণমূলের মদন মিত্র, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিকদেরও। বং গাই কিরণকেই বা কী করে ভোলা যায়! নেটপাড়া যে নামদের বেছেছে, তাঁদের একত্রে বন্দি করলে কিন্তু খারাপ হবে না! আপনাদের কী মত?
যদিও এসবই জল্পনা। কোনও খবর নেই আপাতত বাংলা বিগ বসের। দুটো সিজন হয়ে বন্ধ হয়ে যায় এই রিয়েলিটি শো-র বাংলা ভার্সন। প্রথম সিজনের বিজেতা ছিলেন গায়ক অনীক ধর এবং সিজন ২ তে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় প্রথম পুরস্কার জেতেন।
(Feed Source: hindustantimes.com)