মদন মিত্র থেকে নন্দিনী দিদি, নুসরত থেকে স্যান্ডি, বাংলা বিগবসে কাদের চায় জনতা?
দিনকয়েক আগেই বাংলা বিগ বস নিয়ে জল্পনা উসকে দিয়েছিলেন ইউটিউবার কিরণ দত্ত। আর তারপর থেকে সেই ঘোর কেটে বের হতেই পারছে না আমজনতা। নেটপাড়া তো নিজেদের মন মতো করে বাংলার এই মুহূর্তের ১৬ জন বিতর্কিত নামও বেছে নিয়েছে। কিরণ ফেসবুকে লিখেছিলেন, ‘বাংলায় আবার Big Boss ব্যাক করলে মানে থার্ড সিজন হলে কাকে কাকে দেখতে চাও? দশ জন সাজেস্ট করো দেখি। শুধু ইউটিউবারদের নাম বললে হবে না। মিলিয়ে মিশিয়ে বলো।’ আপাতত ১৬ জনের একটা লিস্ট খুব ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। তা…