‘সবাই দেখেছে, বাংলায় কীভাবে বিরোধীদের হত্যা করা হয়েছে’ তৃণমূলকে আক্রমণ যোগী আদিত্যনাথের

‘সবাই দেখেছে, বাংলায় কীভাবে বিরোধীদের হত্যা করা হয়েছে’ তৃণমূলকে আক্রমণ যোগী আদিত্যনাথের

কলকাতা : গ্রাম বাংলা দখলের ভোটে বেলাগাম হিংসার সাক্ষী থেকেছে রাজ্য। মারামারি, হিংসা থেকে খুন, পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) রক্তস্নাত হয়েছে বঙ্গ। আর তা নিয়েই এবার পশ্চিমবঙ্গ সরকারকে নিশানা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাংলায় ভোট-হিংসা নিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন যোগী আদিত্যনাথের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে যা নিয়ে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্টোদিকে, ‘বুলডোজার বাবা’ বলে আদিত্যনাথকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘যাঁরা বড় বড় কথা বলেন, তাঁরা দেখুন উত্তরপ্রদেশ আর বাংলায় কীভাবে ভোট হয়। ওঁরা গোটা দেশকে পশ্চিমবঙ্গ বানাতে চায় ? দেখুন কীভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ভোট করিয়েছে। সবাই দেখেছে, বাংলায় কীভাবে বিরোধীদের হত্যা করা হয়েছে।কিন্তু সেই বিষয়ে কেউ কিছু বলছে না, সবাই চুপ’, এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)।

এদিকে, যোগীর মুখে বাংলার ভোট-হিংসা, ধন্যবাদ জানিয়ে ট্যুইট শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, ‘পঞ্চায়েত ভোটে হিংসা ও বাংলার নৈরাজ্যের কথা তুলে ধরার জন্য যোগী আদিত্যনাথকে ধন্যবাদ। বাংলায় পঞ্চায়েত ভোটে চরম হিংসা গণতন্ত্রকে ধ্বংস করেছে। প্রশাসনকে কাজে লাগিয়েই হিংসা হয়েছে ভোটে’।

উল্টোদিকে, যোগী আদিত্যনাথের মন্তব্যের ভিত্তিতে যোগী আদিত্যনাথের কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেছেন, ‘বলুডোজার বাবা হয়তো ভুলে গিয়েছেন তাঁর রাজ্যে ৬৫ থেকে ৭০ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়।  তিনি মনে হয় ভুলে গেছেন, হাথরাস, উন্নাও, বলরামপুরের মতো ঘটনাগুলো উত্তরপ্রদেশেই ঘটে। তিনি মনে হয় ভুলে গেছেন ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী দেশের যে রাজ্যগুলোতে আইনশৃঙ্খলার অবনতি সবথেকে বেশি হয়েছে, তাদের মধ্যে অন্যতম শীর্ষে রয়েছে তাঁর রাজ্য উত্তরপ্রদেশ। এনকাউন্টারের নামে লোককে মেরে দেওয়া হয়। তাই তাঁর মুখে এই সমস্ত কথা মানায় না। বরং যোগী আদিত্যনাথকে বলব, উত্তরপ্রদেশের উন্নয়ন কীভাবে করবেন, সেটা এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখে যান।’

(Feed Source: abplive.com)