বলে তো গতিই নেই, বাচ্চারাও খেলে দেবে- বুমরাহর বোলিংয়ের নতুন ভিডিয়ো ঘিরে জল্পনা

বলে তো গতিই নেই, বাচ্চারাও খেলে দেবে- বুমরাহর বোলিংয়ের নতুন ভিডিয়ো ঘিরে জল্পনা

শুভব্রত মুখার্জি: ভারতীয় সিনিয়র দলের পেস বোলিং বিভাগের অন্যতম ভরসা জসপ্রীত বুমরাহ। দীর্ঘদিন ধরে তিন ফর্ম্যাটে ভারতীয় বোলিং আক্রমণকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাঁর হাতে রয়েছে সাংঘাতিক ইনসুইং ইয়র্কারের মতন অস্ত্র। তবে গত বছর থেকেই পিঠের চোটের কারণে দীর্ঘদিন ২২ গজের বাইরে থাকতে হয়েছে তাঁকে। বর্তমানে এনসিএ-তে রিহ্যাব চালানোর পাশাপাশি নেটে এবং অনুশীলন ম্যাচে বোলিং করছেন তিনি।

আয়ারল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দলেও প্রত্যাবর্তন করেছেন তিনি। দলের অধিনায়কও ঘোষণা করা হয়েছে তাঁকে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতীয় দলে চোটমুক্ত অবস্থায় তাঁর ফিরে আসাটা গুরুত্বপূর্ণ। আর সেই চেষ্টাই চালাচ্ছে বিসিসিআই।ফলে তাঁকে ধীরে ধীরে ম্যাচ খেলিয়ে ম্যাচ ফিট করার প্রচেষ্টা চালাচ্ছে বিসিসিআই।সেরকম তাঁর অনুশীলন ম্যাচের একটি ভিডিয়ো ফুটেজ সামনে এসেছে। যেখানে বুমরাহকে যে গতিতে বোলিং করতে দেখা গিয়েছে, তাতে অনেকেই কটাক্ষ করে বলেছেন, ‘বলে গতিই তো নেই! যে গতিতে বোলিং করছে বাচ্চারাও ওঁকে খেলে দেবে!’

গত বছর সেপ্টেম্বর মাস থেকে খেলার বাইরে রয়েছেন বুমরাহ। টি-২০ বিশ্বকাপ, আইপিএল, অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ, আইপিএল, ডব্লুটিসির ফাইনাল সহ একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ তিনি খেলতে পারেননি। বিসিসিআইয়ের‌ তরফে জানানো হয়েছে এনসিএ-তে নেটে বুমরাহ দীর্ঘক্ষণ বল করছেন। সম্প্রতি তাঁর একটি অনুশীলন ম্যাচে বোলিংয়ের ভিডিয়ো ভাইরাল হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, ওই ম্যাচে বেশ কিছু নবীন মুম্বইয়ের ব্যাটারের বিরুদ্ধে বোলিং করেছেন বুমরাহ। বেঙ্গালুরুর আলুর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ম্যাচ।

চোট পাওয়ার পর এই প্রথম বার পুরো স্পেলে বোলিং করতে দেখা গেল বুমরাহকে। ১০ ওভার বোলিং করে দিলেন ৩৪ রান। নিলেন একটি উইকেট। করলেন দু’টি মেডেন ওভারও। দুটি স্পেলে এই দিন নিজের বোলিং কোটার ১০ ওভার বোলিং করেন তিনি। মুম্বই ওপেনার আঙ্গক্রিস রঘুবংশীকে আউট করেন তিনি। তবে সমর্থকদের অনেকেই বুমরাহর প্রত্যাবর্তন নিয়ে তাদের দুশ্চিন্তার কথা বলেছেন।

গত বছরে ও তাঁকে তড়িঘড়ি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে খেলাতে গিয়ে স্ট্রেস ফ্র্যাকচার চোটের কারণে মাঝপথেই তাঁকে তুলে নিতে বাধ্য হয়েছিল বিসিসিআই। সেই স্মৃতি এখনও টাটকা রয়েছে ভক্তদের মনে। অপারেশনের পরে ফিরে আসার লড়াইতে অনুশীলন ম্যাচে যে গতিতে বল করেছেন বুমরাহ, তা চিন্তায় ফেলে দিয়েছে ভক্তদের। গতিতে ইনসুইং ইয়র্কার বুমরাহর স্পেশালিটি। এখন চোট থেকে ফিরে বুমরাহর যদি সেই গতিই না থাকে, তাহলে তো অনেকটাই ভোঁতা হয়ে যাবেন বুমরাহ, এমনটাই মত ভক্তদের। কারণ গতির অভাবে বুমরাহর বোলিংকে অনায়াসেই খেলেছেন আনকোরা মুম্বই দলের ব্যাটাররা। কোনও রকম কোনও সমস্যায় তাঁদেরকে ফেলতে পারেননি বুমরাহ। আর তাই ভক্তরা আশঙ্কা প্রকাশ করেছেন, যদি এই গতিতে বুমরাহ আন্তর্জাতিক ম্যাচে বোলিং করেন, তা হলে বাচ্চারাও সহজে তাঁকে খেলে দেবেন।

(Feed Source: hindustantimes.com)