‘কলকাতার বাড়িতে ঠাকুমার সঙ্গে কাটানো দিনগুলো মিস করি’, বলছেন মুম্বইবাসী টিনা

‘কলকাতার বাড়িতে ঠাকুমার সঙ্গে কাটানো দিনগুলো মিস করি’, বলছেন মুম্বইবাসী টিনা

কলকাতার মেয়ে, তবে এখন কাজের সুবাদে মুম্বইতেই থাকেন টিনা দত্ত। জাতীয় টেলিভিশনের দর্শক তাঁকে মূলত ‘উত্তরণ’-এর ‘ইচ্ছা’ হিসাবেই চেনেন। চলতি বছরের এপ্রিলে শুরু হওয়া হিন্দি ধারাবাহিক ‘হাম রহে না রহে হাম’-এ সুরিলি বারোটের চরিত্রে অভিনয় করছেন টিনা দত্ত। সম্প্রতি সেবিষয়েই আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে নানান কথা বলেছেন টিনা।

টিনা দত্তের কথায়, ‘হাম রহে না রহে হাম’-এর সুরিলি চরিত্রের সঙ্গে তাঁরও অনেক মিল রয়েছে। তিনিও সুরিলির মতোই উচ্চাকাঙ্খী। আবার এই চরিত্রে সঙ্গে ব্যক্তিগতভাবে তাঁর অনেক অমিল রয়েছে বলে জানান টিনা। তাঁর কথায়, সুরিলির কথা বলার ধরন, হাঁটাচলা তাঁর থেকে এক্কেবারেই আলাদা। তবে তাঁকে বলা হয়েছিল, অভিনয়ের সময় যেন সেটা অভিনয় বলে মনে না হয়। তাই কাজ শুরুর আগে নিয়মিত ওয়ার্কশপ করেছেন বলেও জানান টিনা দত্ত।

টিনার কথায়, তিনি যখন কোনও কাজ বাছেন, আগে দেখে নেন নিজের সঙ্গে তাঁর চরিত্রের কোনও মিল আছে কিনা। সুরিলি জানান, ‘হাম রহে না রহে হাম’-র সেট মুম্বই থেকে অনেক দূরে। ওখানে তাঁর সঙ্গে তাঁর পোষ্য ব্রুনো থাকে। তাঁর মা-বাবাও তাঁর কাছে যান। টিনার কথায়, ‘রোজকার যাতায়াত আর দূষণ থেকে তিনি বেঁচে গিয়েছেন। যেখানে থাকছেন সেখানকার পরিবেশটাও বেশ ভালো, শান্তিপূর্ণ।’

টিনার কথায়, কোভিড পরবর্তী সময়ে পরিস্থিতি অনেক বদলে গিয়েছে। এখন আর দারুণ কাস্টিং থাকলেই যে ডেইলি শোয়ের টিআরপি আসবে এমনটা নয়। TRP-র অভাবে অনেক বড় শো বন্ধও হয়ে গিয়েছে। তবে অভিনেত্রীর কথায়, তাঁর দর্শকদের উপরে ভরসা আছে, আর এতদিন কাজ করে তাঁর চাহিদা একটাই ভালো চরিত্র।

টিনা দত্ত জানান, বিগ বস ১৬-তে প্রতিযোগী হিসাবে যাওয়াটা তাঁর কাছে চ্যালেঞ্জিং ছিল।  বিগ বস থেকে তিনি অনেক কিছু শিখেছেন, ভয়কে জয় করেছেন। বিয়ের প্রসঙ্গ ওঠায় টিনা বলেন এখনই কোনও পরিকল্পনা নেই, যখন হওয়ার এটা হবে।

মুম্বইয়ে থেকে কলকাতার কোন জিনিসটা এখনও মিস করেন? প্রশ্ন টিনা দত্ত জানান, মিষ্টি, ফুচকা, আর দুর্গাপুজোর সময় কলকাতাকে মিস করেন। কলকাতার বাড়িতে ঠাকুমার সঙ্গে কাটানো মুহূর্তগুলি এখনও মিস করেন।

(Feed Source: hindustantimes.com)