ইস্টবেঙ্গল হার বাঁচাল, কলকাতা লিগে পিছিয়ে পড়ে ড্র ভবানীপুরের বিপক্ষে

ইস্টবেঙ্গল হার বাঁচাল, কলকাতা লিগে পিছিয়ে পড়ে ড্র ভবানীপুরের বিপক্ষে

কলকাতা: আজ ইস্টবেঙ্গলের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছিল কলকাতা লিগে। গত দুটি ম্যাচে ৫ গোল করে করলেও আজ প্রতিপক্ষ অনেক বেশি ওজনদার জানতেন ইস্টবেঙ্গল কোচ। তবু জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন বিনো জর্জ। অনেকেই ভবানীপুরকে ছোট মোহনবাগান বলে ডাকেন। বৃহস্পতিবার তাই লড়াইটা প্রতিটা ইঞ্চিতে হবে জানা ছিল। প্রতিপক্ষ ছিল টানা পাঁচ ম্যাচে জয় পাওয়া ভবানীপুর। সুপার সিক্সের লড়াইয়ে টিকে থাকতে হলে, এই ম্যাচ থেকে পয়েন্ট অর্জন করতেই হত লাল-হলুদ ব্রিগেডকে।

প্রতিপক্ষ দলে একাধিক অভিজ্ঞ ফুটবলারের উপস্থিতি অনেক বেশি চিন্তায় রেখেছিল বিনোকে।  এবারের লিগে অন্যতম শক্তিশালী দল ভবানীপুর। কিংশুক দেবনাথ, জিতেন মুর্মু, জবি জাস্টিন, অরিজিৎ বাগুই, নিখিল কদম, সুভাষ সিংয়ের মতো ময়দানের অভিজ্ঞ ফুটবলারকে সই করিয়েছে তারা। কোচ রঞ্জন চৌধুরিও তাই তাল ঠুকছেন। উয়াড়ির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ দেখতে হাজির ছিলেন তিনি। সেদিনই লাল-হলুদের শক্তি-দুর্বলতা তাঁর নোটবুকে উঠে গিয়েছে।

(Feed Source: news18.com)