হাইওয়েতে সফর করেন? রাজমার্গযাত্রা অ্যাপ চালু করল NHAI, সব সুবিধা হাতের মুঠোয়

হাইওয়েতে সফর করেন? রাজমার্গযাত্রা অ্যাপ চালু করল NHAI, সব সুবিধা হাতের মুঠোয়

আপনি কি জাতীয় সড়ক, হাইওয়ে ধরে গাড়ি চালান? সফর করেন? তবে ‘রাজমার্গযাত্রা অ্য়াপ’টার ব্যাপারে ঝটাপট জেনে নিন। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই নয়া অ্য়াপটি চালু করেছে। Rajmargyatra App। মোবাইলের প্লে স্টোরে গিয়ে আপনাকে এই অ্য়াপটা ডাউনলোড করতে হবে। iOS অ্যাপ স্টোরে গিয়েও আপনি এই অ্যাপটি আপলোড করতে পারেন। এটি হিন্দি ও ইংরাজিতে রয়েছে। সেটা ডাউনলোড করলেই আপনি প্রয়োজনীয় বিষয়গুলি ধাপে ধাপে জানতে পারবেন।

ঠিক কী ধরণের কাজ করবে এই অ্য়াপ?  এনিয়ে সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকের তরফে এনিয়ে বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, এটা হল ইউজার ফ্রেন্ডলি অ্যাপ। এর মাধ্যমে ভারতের হাইওয়ে সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানা যাবে। হাইওয়েতে চলার সময় কোনও সমস্যায় পড়লে আপনি এর মাধ্য়মে অভিযোগও জানাতে পারবেন।

এবার জেনে নিন এই অ্যাপের কিছু প্রধান বিশেষত্ব।

১) এই অ্যাপের মাধ্য়মে আপনি হাইওয়ে সম্পর্কে নানান ধরনের তথ্য পাবেন। যেমন গাড়ি চালানোর সময় কোথায় পেট্রল পাম্প, টোল প্লাজা, হাসপাতাল, হোটেল সবটা জানতে পারবেন এই অ্যাপের মাধ্য়মে। কোথাও ট্রাফিক সতর্কতা রয়েছে কি না সেটাও জানতে পারবেন। ঠিক এখন কেমন আবহাওয়া রয়েছে সেটাও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে।

২) হাইওয়ে দিয়ে যাওয়ার সময় কোনও সমস্যায় পড়লে বা কোনও অভিযোগ থাকলে আপনি সংশ্লিষ্ট মহলে এই অ্যাপের মাধ্যমেই জানাতে পারবেন।

৩)FASTags সংক্রান্ত রিচার্জের প্রয়োজন হলেও আপনি এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন।

৪) নিরাপদে কীভাবে গাড়ি চালাতে হবে সেই সংক্রান্ত নির্দেশিকা এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন। এখানে ভয়েস অ্য়াসিস্ট্যান্টের সুবিধাও রয়েছে।

সব মিলিয়ে নয়া এই অ্যাপ হাইওয়েতে যারা গাড়ি চালান তাঁদের পক্ষে অত্যন্ত সুবিধাজনক হবে। একদিকে যেমন হাইওয়ে সম্পর্কিত নানা বিষয় তারা জানতে পারবেন তেমনি এই অ্যাপের মাধ্যমে আপনি অভিযোগও জানাতে পারবেন। সব মিলিয়ে একেবারে মনের মতো অ্যাপ। সুবিধা হবে গাড়ি চালকদের। ব্যবহার করাটাও বেশ সহজ।

(Feed Source: hindustantimes.com)