সোনারপুর: সাতসকালে মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার করল পুলিশ।সোনারপুর থানার কুস্তিয়া এলাকায় নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে অজ্ঞাপরিচয় ওই তরুণীর অর্ধনগ্ন পচাগলা দেহ উদ্ধার। স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে সোনারপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। মৃতের নাম পরিচয় জানা যায়নি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
শুক্রবার সকালে এলাকার কয়েকজন শিশু দুর্গন্ধ পেয়ে এলাকার বড়দের কাছে জানায়। এলাকার তৃণমূলের উপপ্রধানের স্বামী তৃণমূল নেতা সরব আলি মোল্লা জানান, দুর্গন্ধ পেয়ে এলাকার মানুষ তাকে জানায়, তিনিই প্রথম খবর দেন সোনারপুর থানায় সোনারপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে অর্ধনগ্ন তরুনীর মৃতদেহ উদ্ধার করে সেপটিক ট্যাঙ্ক থেকে।
তিনি আরও বলেন, বাড়িটি তৈরি হচ্ছে বলে লোকজনের যাতায়াত কম, সেই সুযোগকে কাজে লাগিয়ে এই ঘটনা ঘটতে পারে, এই কুস্তিয়া এলাকায় এমন ঘটনা আগে ঘটেনি। এলাকার আরও এক বাসিন্দা মনোজ মণ্ডল জানান, শিশুদের মুখ থেকে শুনে ঘটনাস্থলে এসে তিনি দেখতে পান সেপটিক ট্যাঙ্কের মধ্যে তরুণীর মৃতদেহ।
নির্মীয়মাণ বাড়ির পাশে এই সেপচিক ট্যাঙ্ক। নির্জন এলাকায় কারও তেমন যাতায়াত নেই। কেউ ওই তরুণীকে খুন করে ফেলে গিয়েছে বলে অনুমান বাসিন্দাদের। পুলিশ সূত্রে খবর, এলাকার মানুষের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানতে পারা যাবে।
(Feed Source: news18.com)