খানাকুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাড়িতেই পুড়ে মৃত্যু বৃদ্ধার

খানাকুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাড়িতেই পুড়ে মৃত্যু বৃদ্ধার

মোহন দাস, হুগলি: ভয়াবহ অগ্নিকাণ্ডে (fire Incident) ভস্মীভূত খানাকুলের (Hooghly) ৫টি বাড়ি। মারা গেলেন ১ বৃদ্ধা। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণ করলেও তত ক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে। ঘটনা ঘিরে ব্যাপক শোরগোল গোটা এলাকায়।

বিশদে যা জানা গেল…
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খানাকুলের রামচন্দ্রপুরের রাজবংশীপাড়া এলাকায়। মৃতার নাম কানন পাত্র বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয়রা জানাচ্ছেন, তাঁর বাড়িতে বিদ্যুৎ পরিষেবা ছিল না। ফলে বৃদ্ধা লণ্ঠন ব্যবহার করতেন। রাতেও লণ্ঠন জ্বালিয়ে ঘুমোতেন। দুর্ঘটনার রাতেও লণ্ঠন জ্বালিয়ে ঘুমোতে যান কানন, জানাচ্ছেন স্থানীয়রা। তাঁদের ধারণা, সম্ভবত সেই লণ্ঠন থেকেই আগুন লাগে। প্রথমে একটি বাড়িতে আগুন জ্বলতে থাকে। সেখান থেকে আরও চারটি বাড়িতে ছড়িয়ে পড়ে। একেবারে গা ঘেঁষাঘেঁষি বাড়ি হওয়ায় এবং জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য রাখা পাটকাঠি থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। লেলিহান শিখা নজরে আসতেই এলাকার অনেকে ছুটে আসেন। প্রথমে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলবাহিনী পরে আসে। তার আগেই অবশ্য সব শেষ। পুড়ে ছাই হয়ে যায় পাঁচটি বাড়ির আসবাবপত্র। বাকি বাড়িগুলির বাসিন্দাদের উদ্ধার করা সম্ভব হলেও আগুনে পুড়ে মারা যান বৃদ্ধা।

কোচবিহারের মর্মান্তিক ঘটনা…
বছর দেড়েক আগে কোচবিহারে এমনই এক ঘটনায় মর্মান্তিক পরিণতি হয়েছিল দুই বৃদ্ধার। সে বার  মাথাভাঙা ২ ব্লকের নিশিগঞ্জ বাজার সংলগ্ন এলাকার ঘটনাটি ঘটে। বিধ্বংসী আগুনে পুড়ে যান দু’জনষ নাম মীরা দে ও সাধনা বোস। দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠায় নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। জানা যায়, ঘটনার রাতে, সাড়ে তিনটে নাগাদ নিশিগঞ্জ বাজার সংলগ্ন একটি বাড়িতে আগুন লেগেছিল। তাতেই ভস্মীভূত হয়ে যায় ঘর। ঘরে থাকা দুই বৃদ্ধার মৃত্যু হয়। বাজার সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এলাকাবাসীর মধ্যেও। প্রথমে আগুন নেভাতে তৎপর হন স্থানীয় বাসিন্দারাই। পরে খবর পেয়ে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ ও নিশিগঞ্জ দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন এবং মাথাভাঙা থেকে দমকলের আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ প্রথমে স্পষ্টভাবে বোঝা না গেলেও কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়কের পাশে ওই ঘটনা ঘটায় কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হয়। পরে পুলিশি তৎপরতায় এলাকা যানজটমুক্ত হয়। চলতি বছরেও মহেশতলায় বাইকের গ্যারাজে বিধ্বংসী আগুন লেগেছিল। তাতে প্রাণ হারায় এক বালক, পুড়ে ছাই হয়ে যায় একাধিক বাইক।

(Feed Source: abplive.com)