আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়ার সুযোগ আইআইটি খড়্গপুরে

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়ার সুযোগ আইআইটি খড়্গপুরে

রঞ্জন চন্দ, খড়গপুর: বর্তমানে অনলাইন দুনিয়ায় ঝড়ের গতিতে এগিয়ে চলেছে প্রযুক্তি। বিভিন্ন ক্ষেত্রে ইতিমধ্যে প্রবেশ করতে শুরু হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রযুক্তিবিদ্যার উন্নতির সঙ্গে পঠন-পাঠন কিংবা বিভিন্ন চাকরির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর চাহিদা নিত্যদিন বাড়ছে। এ বার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়ার সুযোগ করে দিচ্ছে আইআইটি খড়্গপুর। আইআইটি খড়গপুর এবং টিসিএস আই অনের যৌথ ব্যবস্থাপনায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরে সার্টিফিকেট কোর্স করতে পারবেন আগ্রহী পড়ুয়ারা। প্রথম পর্যায়ে এক লক্ষ পড়ুয়াকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপর বিশেষ কোর্স করাতে চলেছে আইআইটি খড়গপুর এবং টিসিএস যৌথ উদ্যোগ। বছরে চারটি ভাগে ২৫ হাজার করে তরুণ তরুণীকে এআই প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে আইআইটি।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর সাংবাদিক সম্মেলন করে এই  এআই-এর গুরুত্বের কথা জানালেন আইআইটি খড়্গপুরে ডিরেক্টর বীরেন্দ্রকুমার তিওয়ারি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইটি খড়্গপুরের ডেপুটি ডিরেক্টর, রেজিস্টার, এআই কোর্সের ফ্যাকাল্টি মেম্বার, টিসিএস আই অন এর গ্লোবাল হেড বেঙ্গুস্বামী রামস্বামী-সহ অন্যান্য আধিকারিকরা।

জানা গিয়েছে, প্রথম ব্যাচের এই কোর্স চালু হবে আগামী সেপ্টেম্বর মাসে। এই কোর্স করানো হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। দেশের যে কোনও প্রান্ত থেকে আগ্রহী তরুণ-তরুণীরা, কর্মরত ব্যক্তিরা এই এআই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। কোর্স ফি পাঁচ হাজার টাকা। তবে আবেদনকারীকে কম্পিউটার প্রোগ্রামিং এবং অঙ্কে সম্যক ধারণা থাকতে হবে। আইআইটি সূত্রে খবর, আইআইটি খড়্গপুরের ৬ জন শিক্ষক এবং টিসিএস-এর পক্ষে পাঁচজন শিক্ষক এই এআই প্রশিক্ষণ দেবেন। পাশাপাশি থাকছে প্র্যাকটিক্যাল এর সুবিধা।

এআই বিষয়ে পঠন-পাঠনে সাফল্য পেলে পরবর্তীতে বৃহত্তর শিক্ষাদানের ভাবনা রয়েছে কর্তৃপক্ষের। টিসিএস সূত্রে খবর, মেধার অন্বেষণে এবং ইচ্ছুক পড়ুয়ারা নিজেদের কর্মক্ষেত্রে নিজেদের মেলে ধরতে পারবে এই প্রশিক্ষণের মধ্য দিয়ে। পাশাপাশি অল্প খরচে এআই প্রশিক্ষণ নিয়ে আগামীতে চাকরি ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে শিক্ষা মহল।

(Feed Source: news18.com)