মাত্র ৮০০ টাকা নিয়ে পাচার করছিল কোটি কোটি টাকার সোনা, তুলকালাম

মাত্র ৮০০ টাকা নিয়ে পাচার করছিল কোটি কোটি টাকার সোনা, তুলকালাম

মুর্শিদাবাদ:  আবারও বড় ধরণের সাফল্য পেল বিএসএফের ১১৫ নং ব্যাটিলিয়ানের জওয়ানরা, বাংলাদেশ থেকে নিয়ে এসে মুর্শিদাবাদে হাত বদলের আগেই রঘুনাথগঞ্জের বইরাঘাট ক্যাম্পের বিএসএফ ১৫টি সোনার বাট উদ্ধার করল, যার ওজন ১৮৩১ গ্রাম। যার অনুমানিক মূল্য কয়েক কোটি টাকা।

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা নাগাদ বিএসএফ ১১৫নং ব্যাটেলিয়ানের জওয়ানরা জেহেরুল সেখ নামে এক যুবককে গ্রেফতার করে। তার কাছে থেকে উদ্ধার হয় বিপুল পরিমানে সোনা, ধৃত যুবকের বাড়ি রঘুনাথগঞ্জ থানার চরপিরজপুর বলে জানা গিয়েছে। বিএফএফ ধৃত জেহেরুল সেখ সহ উদ্ধার হওয়া সোনা গুলি তুলে দেওয়া হয় কাষ্টম অফিসে। ইতি মধ্যেই বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছে বিএফএফ বলে সুত্রের খবর।

যদিও বিএসএফ সুত্রে খবর, বাংলাদেশ থেকে সোনা নিয়ে আসা হয়েছিল ভারতে। ধৃত জেহেরুল সেখ চোরা পথেই সোনা নিয়ে এসেছিল মুর্শিদাবাদে। সেই সময় বিএসএফের কাছে গোপনে খবর পেয়ে বিএফএফের ১১৫ নং ব্যাটিলিয়ানের জওয়ানের তৎপরতায় হাত বদলের আগেই গ্রেফতার করা হয় জেহেরুল সেখকে।

এর আগেও মুর্শিদাবাদে বিএসএফ উদ্ধার করেছে সোনা। গত কয়েক মাস আগে জলঙ্গীর চরভাদরা সীমান্ত থেকে প্রচুর সোনা সহ একজনকে গ্রেফতার করে বিএসএফ। উদ্ধার হয় ১৪টি সোনার বিস্কুট ।যার ওজন ছিল ১কেজি ৬৩২ গ্রাম । মাত্র ৮০০টাকার বিনিময়ে সোনার বাহক হিসেবে কাজ করতে গিয়ে বিএসএফের হাতে পাকড়াও হতে হয় একজনকে।

মূলত সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশ থেকে সোনা পাচার করে থাকে চোরাচালানকারীরা। শুধু তাই নয় মাঝে মাঝে ফেন্সিডিল পাচার হয়ে থাকে বাংলাদেশে। গত এক সপ্তাহে অনেক বাংলাদেশি ভারতে অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছে। কিন্তু তারপরেও সচেষ্ট যেন সেই চোরা চালানকারীরা। এবার বিএসএফের তৎপরতায় উদ্ধার হল সোনার বিস্কুট ।

(Feed Source: news18.com)