বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে বাঘ, ভয়ংকর দৃশ্য ধরা পড়ল CCTV–তে

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে বাঘ, ভয়ংকর দৃশ্য ধরা পড়ল CCTV–তে

প্রায়ই লোকালয়ে বাঘ ঢুকে পড়ে। এবার বাঘ ঢুকে পড়ল একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে। তা দেখে কার্যত গায়ে কাঁটা দেওয়ার অবস্থা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের। ঘটনাটি মধ্যপ্রদেশের ভোপালের জাগরণ লেকসিটি বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। শনিবার ভোর ৪ টা ৫৩ মিনিট নাগাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে বাঘটিকে ঘুরে বেড়াতে দেখে গা শিউরে ওঠে বিশ্ববিদ্যালয়ের কর্মী এবং নিরাপত্তারক্ষীদের। দ্রুত তাঁরা নিরাপদ জায়গায় চলে গিয়ে কোনওভাবে প্রাণ বাঁচান। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাঘের বিচরণ করার সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছিল বাঘিনী টি-১২৩। বিশ্ববিদ্যালয়ের পাঁচিল টপকে সেটি ভেতরে ঢুকে পড়েছিল। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় বাঘিনীটি উপাচার্যের অফিসের বাইরে ঘুরে বেড়াচ্ছে। ওই বাহিনীর প্রায় আট মাসের চারটি শাবক রয়েছে। বন দফতরের এসডিও আরএস ভাদোরিয়া জানিয়েছেন, সম্ভবত শিকারের খোঁজে ঢুকেছিল ওই বাঘিনী। তিনদিন আগেও একটি বন্য প্রাণী শিকার করেছিল ওই বাঘিনী। ক্যাম্পাসের বাইরে একটি গরু শিকার করেছিল সেটি। ক্যাম্পাসের ভিতরে বাঘের অবাধ বিচরণ দেখে কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। পালিয়ে প্রাণ বাঁচান তাঁরা। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। খবর দেওয়া হয় বন বিভাগে। এরপর ওই এলাকায় নজরদারি বাড়িয়েছে বন দফতর। বিশ্ববিদ্যালয়টি ভোপালের কালিয়াসোট বাঁধের কাছে অবস্থিত। এর আগেও ওই বাঘিনীকে শাবকদের সঙ্গে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। বাঘ আসার খবর পেয়েই বিশ্ববিদ্যালয়ে পৌঁছন বন দফতরের কর্মীরা।

জানা গিয়েছে, আগের তুলনায় ওই শহরের কাছাকাছি বাঘের আনাগোনা বেড়েছে। ওই বাঘিনী এর আগেও ভোজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরেও ঢুকে পড়েছিল। তাছাড়াও, এর আগে একটি চিতাবাঘ ময়ূর বন হয়ে শাহপুরার আকাশগঙ্গা কলোনিতে ঢুকে পড়েছিল। সেই সময় বাঘের হানায় আহত হয়েছিলেন একজন।

বিশ্ববিদ্যালয়ে বাঘ প্রবেশের কথা শোনার পরেই বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং বনকর্মীরা এলাকায় টহল দিতে শুরু করেন। ওই এলাকায় কোনও বাঘ নেই বলে নিশ্চিত হওয়ার পরই রাস্তাটি খুলে দেওয়া হয়। এই বছরের জানুয়ারিতে রাজ্যের নর্মদাপুরম গ্রামে একটি স্কুল বাসের সামনে একটি বাঘ ঝাঁপ দিয়েছিল। বাসের ভিতরে থাকা স্কুলের শিশুরা বাঘটিকে দেখে ভয় পেলেও পরে তা দেখে আনন্দ পায়। উল্লেখ্য, সর্বশেষ ব্যাঘ্র সুমারি অনুযায়ী, দেশের মধ্যে মধ্যপ্রদেশে বাঘের সংখ্যা সবচেয়ে বেশি।

(Feed Source: hindustantimes.com)