‘‌আমি বরং চুপই থাকি, কী বলো লকেট!’‌ বিস্ফোরক টুইট করলেন বাবুল সুপ্রিয়

‘‌আমি বরং চুপই থাকি, কী বলো লকেট!’‌ বিস্ফোরক টুইট করলেন বাবুল সুপ্রিয়

বঙ্গ–বিজেপিতে যেভাবে ভাঙন ধরেছে তাতে আরও উইকেট পতন হবে বলেই মনে করছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। ইতিমধ্যেই বিধায়ক–সাংসদ সংখ্যা কমতে শুরু করেছে। তার সঙ্গে রয়েছে একের পর এক নির্বাচনে শোচনীয় পরাজয়। দলের নেতা–কর্মীরা পর্যন্ত ঘাসফুলের ছাতার তলায় আশ্রয় নিয়েছেন। এবার শোনা যাচ্ছে আরও দুই সাংসদ এবং এক কেন্দ্রীয় নেতা তৃণমূল কংগ্রেসে পা বাড়িয়ে আছেন। আর তা নিয়েই বিস্ফোরক টুইট করলেন বাবুল সুপ্রিয়।

কারা এই বিজেপি নেতা–নেত্রী?‌ সূত্রের খবর, এই দুই বিজেপি সাংসদ হলেন লকেট চট্টোপাধ্যায় এবং সৌমিত্র খাঁ। সঙ্গে পা বাড়িয়েছেন অনুপম হাজরা। তাই বর্ধমানের সাংগঠনিক বৈঠকে বিজেপি নেতারাই লকেটকে জিজ্ঞাসা করেছিলেন, ‘‌আপনি দলে থাকছেন তো?‌’‌ যে কথা শুনে মেজাজ হারিয়েছিলেন হুগলির সাংসদ। আর সৌমিত্র বেচাল করছিল বলেই অর্জুন সিং সরতেই বাড়তি দায়িত্ব দিয়ে আটকানোর চেষ্টা করা হয়েছে এই সাংসদকে। অনুপম হাজরার টুইট যা বলার বলছে।

ঠিক কী বলেছেন লকেট চট্টোপাধ্যায়?‌ এই বিজেপি নেতা–নেত্রীর খবর প্রকাশ্যে আসায় লকেট বলেন, ‘‌তৃণমূল আমাদের দুর্বল করতেই এ সব রটাচ্ছে। বিজেপি আমায় যে সম্মান দিয়েছে, তার পরে দলবদল করার কোনও প্রশ্নই ওঠে না। বাবুল সুপ্রিয় তৃণমূলে গিয়ে কী পেয়েছেন? এখনও দ্বিতীয় একাদশেই রয়ে গিয়েছেন। আর আমি যাবই বা কেন?’‌ সংবাদমাধ্যমে এই মন্তব্য করেছেন লকেট।

ঠিক কী টুইট করেছেন বাবুল সুপ্রিয়?‌ লকেটের এই মন্তব্যের পাল্টা দিয়েছেন বালিগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক বাবুল সুপ্রিয়। তিনি টুইটে লেখেন, ‘‌আমি বরং চুপই থাকি, কী বলো লকেট!’‌ অর্থাৎ বাবুল সুপ্রিয় সবই জানেন। শুধু চুপ করে আছেন। প্রয়োজনে মুখ খুলবেন বোঝাতেই এই টুইট বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

(Source: hindustantimes.com)