প্রাক্তনীরা তো BCCI-র চুক্তিতে নেই , ‘কুলিং অফ’ পিরিয়ড অন্যায্য হবে, বললেন রবিন

প্রাক্তনীরা তো BCCI-র চুক্তিতে নেই , ‘কুলিং অফ’ পিরিয়ড অন্যায্য হবে, বললেন রবিন

বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী কোনও চুক্তিবদ্ধ ক্রিকেটে বিদেশের কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন না। শুধু চুক্তিবদ্ধ ক্রিকেটাররাই নন, একই সঙ্গে কোনও ভারতীয় ক্রিকেটাররাই দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে পারবেন না। যদি বিদেশে অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে হয়, সেক্ষেত্রে তাদেরকে অবসর নিয়ে যেতে হবে। এমনই কড়া নিয়ম ভারতীয় ক্রিকেট বোর্ডের।

এখানেও একটা প্যাচ রয়েছে। অবসর নিলেই হবে না। তাঁকে দুই বছর কুলিং অফ পিরিয়ড কাটাতে হবে। তারপরই সেই ক্রিকেটার বিদেশে গিয়ে কোনও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে পারবেন। এমনই নিয়ম রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন নিয়ম নিয়ে মুখ খুললেন রবিন উথাপ্পা। শুধু তাই নয়, তিনি প্রশ্নও করেন, প্রাক্তন ক্রিকেটারদের জন্য কেন কুলিং অফ পিরিয়ড থাকবে। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রবিন উথাপ্পা। তবে তিনি এখন সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত আইএলটি-টোয়েন্টিতে খেলছেব। পাশাপাশি জিম্বাবোয়ের টি-১০ লিগেও খেলছেন।

জিও সিনেমার একটি অনুষ্ঠানে কথা বলতে গিলে পিটিআইয়ের করা প্রশ্নের উত্তরে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘আমি মনে করি এটা নিয়ে অস্বস্তিকর বিষয়। বিসিসিআইয়ের সঙ্গে আমাদের কোনও কেন্দ্রীয় চুক্তি নেই। আমরা আর ভারতের হয়ে ক্রিকেট খেলছি না। তাই এটি অবশ্যই কিছুটা অস্বস্তিকর বোধ করে।’

পাশাপাশি বিসিসিআইয়ের পাশেও দাঁড়িয়েছেন উথাপ্পা। তিনি বলেন, ‘বিসিসিআই অবশ্যই আমাদের সবার দেখাশোনা করেছে। আমি নিশ্চিত যে তারা যে সিদ্ধান্তই নেবে এবং যারা আইপিএল খেলছে তাদের বিদেশে খেলতে দেবে না। তবে বিসিসিআই চাইলেই এর সমাধান করতে পারে। তেমন হলে আমরাও বিসিসিআইকে এই নিয়ে আমাদের ভাবনা-চিন্তা জানাতে পারি। আশা করি যা আমাদের সকলের কাজে লাগবে।’

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। মনে করা হচ্ছে সেই দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। কিন্তু ক্যারিবিয়ান সিরিজে ভারতের যা অবস্থা তা দেখে কিছুটা হলেও হতাশ হয়েছেন উথাপ্পা। তিনি বলেন, ‘আমাদের এখনও অনেক সমস্যা আছে। দেশের প্রতিনিধিত্ব করার জন্য যথেষ্ট লোক আছে। মান সত্যিই অনেক বেশি। কখনও কখনও যখন উচ্চ মানের ক্রিকেটার থাকে তখন সেটাই মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। যা অনেক দেশে নেই। তবে ভারতে তা দেখা দিচ্ছে। একটি টিম ম্যানেজমেন্ট হিসাবে এবং দলের অধিনায়কের দৃষ্টিভঙ্গি কী, আগামী বছরগুলিতে এবং সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের সাফল্যের জন্য কোনটা গুরুত্বপূর্ণ হবে। সেই সিদ্ধান্ত নিতে হবে। তরুণ ক্রিকেটারদের এগিয়ে দিতে হবে। তরুণদের থেকেও ভাবনা-চিন্তা জানতে হবে।’

ভারতের লোয়ার মিডল অর্ডারে যে সমস্যা দেখা দিয়েছে তাও পরিস্কার করেছেন উথাপ্পা। তিনি সেই অনুষ্ঠানে বলেন, ‘আমাদের লোয়ার মিডল অর্ডারের দিকে নজর দিতে হবে। কারণ ৭ নম্বরের পরে আর কেউ ভালো ব্যাটার নেই। এখন প্রত্যেক দলেই লোয়ার অর্ডারের ব্যাটাররা ভালো ব্যাট করছে। কিন্তু আমাদের তা নেই। এইদিকে নজর দিতে হবে টিম ম্যানেজমেন্টকে। এই ক্যারিবিয়ান সফর নতুনদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নিজের সেরাটা দেখিয়ে জাতীয় দলে নিজের স্থান পাকা কর।’

(Feed Source: hindustantimes.com)