কলকাতা: মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই জরুরি ভিত্তিতে উপাচার্যদের নিয়ে বৈঠকে রাজ্যপাল। রাজ্যে একের পর এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পদত্যাগ করছেন, নানারকম ভাবে অস্থিরতা তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলিতে। এবার তা নিয়ে কারণ অনুসন্ধান শুরু করলেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে দীর্ঘ এক ঘণ্টা কয়েকজন উপাচার্যদের নিয়ে বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সেই বৈঠকেই কেন উপাচার্যরা পদত্যাগ করছেন তার অনুসন্ধান তিনি নিজে করছেন বলেও জানিয়েছেন উপাচার্যদের, সূত্রের খবর তেমনই। যে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নেই সেই বিশ্ববিদ্যালয়গুলিতেও দ্রুত তিনি উপাচার্য নিয়োগ করবেন বলেও উপাচার্যদের বৈঠকে আশ্বাস দেন রাজ্যপাল।
গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের ‘আদিবাসী দিবস’ অনুষ্ঠানের মঞ্চ থেকে ঝাড়গ্রাম-সহ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ না করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।
তার পরেই এদিন রাজ্যপাল উপাচার্যদের নিয়ে বৈঠকে বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ দ্রুত করবেন বলেও জানিয়েছেন বলেই সূত্রের খবর। সম্প্রতি শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেছেন রাজ্যপালের আচার্য হিসাবে ভূমিকা নিয়ে। সূত্রের খবর, সেই বিষয় সম্পর্কে আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও উপাচার্যদের বৈঠকে এদিন জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস।