মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরে জরুরি ভিত্তিতে উপাচার্যদের সঙ্গে বৈঠকে রাজ্যপাল
কলকাতা: মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই জরুরি ভিত্তিতে উপাচার্যদের নিয়ে বৈঠকে রাজ্যপাল। রাজ্যে একের পর এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পদত্যাগ করছেন, নানারকম ভাবে অস্থিরতা তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলিতে। এবার তা নিয়ে কারণ অনুসন্ধান শুরু করলেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে দীর্ঘ এক ঘণ্টা কয়েকজন উপাচার্যদের নিয়ে বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই বৈঠকেই কেন উপাচার্যরা পদত্যাগ করছেন তার অনুসন্ধান তিনি নিজে করছেন বলেও জানিয়েছেন উপাচার্যদের, সূত্রের খবর তেমনই। যে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নেই সেই বিশ্ববিদ্যালয়গুলিতেও দ্রুত তিনি উপাচার্য নিয়োগ করবেন বলেও…