জাতীয় নির্বাচন কমিশনার নিয়োগেও নিয়ন্ত্রণ? রাজ্যসভায় নয়া বিল আনল মোদি সরকার

জাতীয় নির্বাচন কমিশনার নিয়োগেও নিয়ন্ত্রণ? রাজ্যসভায় নয়া বিল আনল মোদি সরকার

নয়াদিল্লি: নির্বাচন কমিশনের গৈরিকিকরণের পদক্ষেপ করল মোদি সরকার? বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের পেশ করা নয়া বিল দেখে এমনই অভিযোগ করছে বিরোধী শিবির৷ প্রস্তাবিত এই বিল অনুযায়ী,  নির্বাচন কমিশনার নিয়োগ প্যানেল থেকে বাদ দেওয়া হল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। এবার থেকে নির্বাচন কমিশনার নিয়োগ করবে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রীর প্যানেল।

বৃহস্পতিবার রাজ্যসভায় মণিপুর নিয়ে প্রবল বিক্ষোভ করছিল ইন্ডিয়া তথা বিরোধী শিবির। সেই সময় বিলটি পেশ করেন আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। গত মার্চে মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, যতক্ষণ পর্যন্ত না সংসদ কোনও আইন তৈরি করছে ততক্ষণ পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ করবে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং প্রধান বিচারপতির প্যানেল।

সেই মামলার হলফনামায় কেন্দ্রীয় সরকার জানায়, সরকারের কাছে সচিব পর্যায়ে কাজ করা অবসরপ্রাপ্ত আইএএস অফিসারদের নামের তালিকা রয়েছে। সেখান থেকেই তাঁদের নির্বাচন কমিশনে নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে সুপারিশ করে আইন মন্ত্রক।

রাজ্যসভায় আজও মণিপুর নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ হয়। যার জেরে দুপুরের দিকেই দিনের মতো সভা স্থগিত হয়ে যায়। অন্যদিকে লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনায় জবাবি ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমে কথা ছিল বিকেল চারটে থেকে সংসদে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের জবাব দেবেন প্রধানমন্ত্রী মোদি৷ কিন্তু প্রধানমন্ত্রী বলতে ওঠেন বিকেল ৫.০৫ মিনিট নাগাদ৷ এর পর প্রায় দেড় ঘণ্টা কেটে গেলেও মণিপুর নিয়ে একটা শব্দও ব্যয় করেননি প্রধানমন্ত্রী৷ নিজের সরকারের সাফল্য, কংগ্রেসকে আক্রমণ, ইন্ডিয়া জোট নিয়ে কটাক্ষ- কিছুই বাদ দেননি তিনি৷ শেষ পর্যন্ত রাহুল গান্ধিকেও নিশানা করেন তিনি৷

প্রধানমন্ত্রী বক্তব্য শুরুর কিছুক্ষণ পর থেকেই মণিপুর, মণিপুর নিয়ে স্লোগান তুলতে শুরু করেন বিরোধীরা৷ যদিও তাতে কান দেননি প্রধানমন্ত্রী৷ শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ভাষণ শুরু করার প্রায় দেড় ঘণ্টা পর ওয়াকআউট করেন রাহুল গান্ধি সহ বিরোধীরা৷ বিরোধীরা ওয়াক আউট করার প্রায় সঙ্গে সঙ্গেই মণিপুর প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী৷

(Feed Source: news18.com)