হকিতে ভারতের ৫ গোল! জাপানকে চূর্ণ করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মনদিপরা

হকিতে ভারতের ৫ গোল! জাপানকে চূর্ণ করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মনদিপরা

চেন্নাই: চেন্নাইয়ের রাধাকৃষ্ণন স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় কিছুটা হলেও চিন্তায় ছিল ভারতীয় হকি প্রেমীরা। জাপানকে সামলানো মুখের কথা নয়। ঢাকায় দু’বছর আগেই ভারতকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছিল তারা। কিন্তু আজ ভুল করেনি ভারত। প্রথম কোয়ার্টারে খেলা গোলশূন্য ছিল। দ্বিতীয় কোয়ার্টারে চেনা মেজাজে ভারতীয় হকি দল।

গোলের খাতা খুললেন আকাশদীপ সিং। ৪ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে গোল অধিনায়ক হরমনের। ৩ মিনিট পর আবার গোল মনপ্রিত সিংয়ের। এখানেই বোঝা গিয়েছিল ম্যাচের ভাগ্য কি হতে চলেছে। চতুর্থ কোয়ার্টারে মনপ্রিতের পাস থেকে অনবদ্য গোল করে গেলেন সুমিত। আজ ছিল ভারতের গোলরক্ষক শ্রীজেশের ৩০০ তম ম্যাচ। এরপর জাপানের কফিনে শেষ ফের একটি পুঁতে দিলেন কার্তি সেলভাম।

ভারত ফাইভ স্টার পারফরম্যান্স করে পৌঁছে গেল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে।হকিতে আজকের আগে পর্যন্ত মোট ২৭ বার মুখোমুখি হয়েছিল ভারত এবং জাপান। ২০ বার জিতেছিল ভারত। তিনবার জাপান, চারটে ড্র। কিন্তু পরিসংখ্যান দিয়ে সব বিচার হয় না। অপরাজিত থেকে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমি-ফাইনালে উঠেছিল ভারত।

(Feed Source: news18.com)