এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সুফল? ব়্যাঙ্কিংয়ে তিনে উঠে এল ভারতীয় হকি দল

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সুফল? ব়্যাঙ্কিংয়ে তিনে উঠে এল ভারতীয় হকি দল
নয়াদিল্লি: গত শনিবারই, ১২ অগাস্ট মালয়েশিয়ার বিরুদ্ধে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Asian Champions Trophy) ফাইনালে এক অনবদ্য প্রত্যাবর্তন ঘটিয়ে খেতাব জিতে নেয় ভারতীয় হকি দল। ৩-১ পিছিয়েও পড়েও ৪-৩ জয় পান হরমনপ্রীতরা। এটি ভারতের রেকর্ড চতুর্থ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব। এই ট্রফি জয়ের সুফলও ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই পেয়ে গেল ভারতীয় হকি দল (Indian Hockey Team)। সদ্য প্রকাশিত এফআইএইচ ব়্যাঙ্কিংয়ে (FIH Men’s Hockey Rankings 2023) তিনে উঠে এল ভারত।

নতুন ব়্যাঙ্কিংয়ে ভারতীয় দলের পয়েন্ট ২৭৭১.৩৫। এই জয়ের পূর্বে ভারতীয় হকি দলের দখলে ২৭৬২.৭৪ পয়েন্ট ছিল। ব়্যাঙ্কিংয়ের ভারতের আগে দুই নম্বরে রয়েছে এ বছর আয়োজিত হকি বিশ্বকাপের রানার্স আপ বেলজিয়াম দল। তাঁদের দখলে ২৯১৭.৮৭ পয়েন্ট রয়েছে। ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। ডাচরা এবারের এফআইএইচ হকি প্রো লিগ জিতেছিল। তাঁদের দখলে ৩০৯৫.৯০ পয়েন্ট রয়েছে।

(Feed Source: abplive.com)