Shehbaz Sharif on Article 370: দেশের আর্থিক পরিস্থিতি শোচনীয়, কাশ্মীরের জিগির তুললেন শাহবাজ শরিফ

Shehbaz Sharif on Article 370: দেশের আর্থিক পরিস্থিতি শোচনীয়, কাশ্মীরের জিগির তুললেন শাহবাজ শরিফ

নিজস্ব প্রতিবেদন: দেশে পেট্রোল-ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। স্বাস্থ্য-শিক্ষার হাল খারাপ। এরকম এক পরিস্থিতিতে কাশ্মীরের জিগির তুললেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শুক্রবার সাংবাদিকদের শাহবাজ শরিফ বলেন, এশিয়ার শান্তির জন্যই কাশ্মীরে ৩৭০ ধারা ফিরিয়ে আনা উচিত। দুদেশের মধ্যে আলোচনার মধ্যেই কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব।

এদিকে, গতকালই ইমরান খান দাবি করেছেন, বিদেশি ষড়যন্ত্রেই তাঁকে গদি ছাড়তে হয়েছে। ওই দাবি এদিন উড়িয়ে দেন শাহবাজ শরিফ। তিনি বলেন,  বিদেশি ষড়যন্ত্রের যুক্তি কোনও ভিত্তি নেই। দেশে বিদেশি ঋণ চড়চড় করে বাড়ছিল, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছুঁয়েছে। তাই ইমরানকে সরতে হয়েছে।

শাহবাজ শরিফ আরও বলেন, ‘দেশের আর্থিক পরিস্থিতি যে এতটা খারাপ তা বেমালুম চেপে গিয়েছিল ইমরান খান সরকার। ইমরান খান আইএমএফের সঙ্গে একটা ডিল করেছিল। আমাদের সঙ্গে কোনও কথা বলেননি। উনিই আইএমএফের কড়া শর্তে রাজি হয়েছিলেন। আমরা রাজি হয়নি। আপনিই দেশকে একটা চরম আর্থিক পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিলেন। তাতে আমাদের কোনও ভূমিকা ছিল না।’

(Source: zeenews.com)