আমেরিকার ক্যাপিটাল বিল্ডিং-এর আদলে তৈরি,‘রকি’র রণবীরের রাজপ্রসাদ কোথায় আছে জানেন

আমেরিকার ক্যাপিটাল বিল্ডিং-এর আদলে তৈরি,‘রকি’র রণবীরের রাজপ্রসাদ কোথায় আছে জানেন

করণ জোহরের ছবি মানেই সবকিছু ঝাঁ চকচকে,সোনায় মোড়া যাকে বলে আর কী! তাঁর গল্পে নায়করা বাড়িতে হাজির হয় হেলকপ্টারে চেপে, কলেজ স্টুডেন্টরা কোটি টাকার গাড়ি চাপে, গুচি-প্রাদার পোশাক পরে ঘুরে বেড়ায়। কেথ্রিজি কিংবা স্টুডেন্ট অফ দ্য ইয়ারের মতো ছবিতে সেই প্রমাণ আমরা পেয়েছি। বিদেশে শ্যুট করতে ওস্তাদ ধর্মা কর্ণধার। তবে ‘রকি অউর রানি..’র ক্ষেত্রে প্রথা ভেঙেছেন তিনি। এই ছবির শ্যুটিং লোকেশন কিন্তু লন্ডন নয়, বরং হয়েছে রাজধানী দিল্লির কাছাকাছি।

এই ছবিতে রকি রান্ধাওয়া অর্থাৎ নায়ক রণবীর সিং-এর সুবিশাল রান্ধাওয়া ম্যানসন দেখে হতচকিত হয়েছে দর্শক। বিলাসবহুল সেই বাড়ির অন্দরমহলে এবার ঢুঁ মারুন আপনি! অবাক হলেন, না ছবির সেট নয় বাস্তবেই রয়েছে এই রান্ধাওয়া ম্যানসন। যা ঘুরে দেখালো কার্লি টেলস। সুবিশাল জায়গা জুড়ে অবস্থিত এই প্রসাদসম বাড়িটি অবস্থিত নয়ডায়। এই বাড়ির কাঁচের দরজা, সুবিশাল লন আর রাজকীয় বসার ঘর দেখলে চোখ ধাঁধিয়ে যাবে! শোবার ঘরগুলিও ততটাই চিত্তাকর্ষক। মহলের প্রতিটা কোণায় রয়েছে আভিজাত্যের ছাপ। রাজকীয় এই প্রসাদের মালিক বিজনেস টাইকুন মিস্টার মনোজ গওর।

প্রাসাদের অন্দরসজ্জা নিমেষেই মন কাড়বে। প্রতিটা কোণায় রয়েছে শিল্পের ছোঁয়া, অন্দের উঁচু সিলিং, কাঠের ফ্লোর সবই নজরকাড়া। প্রাসাদের অন্দরের বারান্দাগুলিকে যত্ন সহকারে সাজানো হয়েছে। বাড়িতে ঢুকলেই নজরে আসবে একটি ফোয়ারা, যা এই মনোজ গওরের এই স্বপ্নের প্রাসাদের ইউএসপি।

কোথায় গেলে দেখা পাবেন এই রাজপ্রাসাদের?

গ্রেটার নয়ডার সেক্টর ১-এ অবস্থিত। গওর গ্রুপ অফ ডেভেলপার্সদের বিলাসবহুল আবাসিক প্রকল্পের অংশ এটি। যার নাম গওর মুলবেরি ম্যানসন। জানা যায়, এই প্রপার্টির মূল্য ১৯ থেকে ২৯ কোটি টাকা। প্রসঙ্গত, কার্তিক আরিয়ানের ‘শেহজাদা’ ছবির শ্যুটিং-ও হয়েছিল এই ম্যানসনেই।

করণ জোহর সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাঁস করেছেন রানি অর্থাৎ আলিয়া ভাটের যে বাড়িটি ছবিতে দেখানো হয়ছে সেটিও দিল্লিরই একটি বাড়ি। পাশাপাশি দিল্লির এত কাছে কল্পনার রান্ধাওয়ালা হাউসের মতো রাজপ্রাসাদের খোঁজ বাস্তবে মেলা সত্যিই দুষ্কর, মেনে নেন করণ। তবে অসাধ্য সাধন করেছে রকি অউর রানি কি প্রেম কাহানির পুরো টিম।

গত ২৮শে জুলাই মুক্তি পেয়েছিল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এই ছবির সঙ্গে সাত বছর পর ফিচার ফিল্ম পরিচালনায় করণ জোহর। দর্শক খালি হাতে ফেরায়নি পরিচালককে। দেশের বক্স অফিসে গত ১৭ দিনে ১৩০ কোটি টাকার ব্যবসা করে নিয়েছে করণের ছবি।
(Feed Source: hindustantimes.com)