উচ্ছেদ অভিযান রেল পুলিশের, উত্তেজনা ছড়াল বালিগঞ্জ স্টেশন এলাকায়

উচ্ছেদ অভিযান রেল পুলিশের, উত্তেজনা ছড়াল বালিগঞ্জ স্টেশন এলাকায়

আবির দত্ত ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বালিগঞ্জ স্টেশনের (Ballygunge Station) কাছে ঝুপড়ি উচ্ছেদ অভিযানে (Anti Encroachment Drive) বাধার মুখে পড়ল রেল পুলিশ। স্থানীয় ব্যবসায়ী ও ঝুপড়ির বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে হল তাদের। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এরপর রাজ্য সরকারের সাহায্য নিয়ে বেআইনি জবরদখল হটাতে অভিযান চালানো হবে।

উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা

রেল পুলিশের (Rail Police) উচ্ছেদ অভিযানকে ঘিরে বালিগঞ্জ স্টেশনের কাছে উত্তেজনা (Kolkata News)। উচ্ছেদ করা যাবে না, এই দাবিতে সরব হন ঝুপড়ির বাসিন্দারা। তার জেরে রেল পুলিশের বিশাল বাহিনীকে ঘিরে চলে বিক্ষোভ।  শেষপর্যন্ত বিক্ষোভের মুখে পিছু হটে রেল পুলিশ।

শনিবার বালিগঞ্জ স্টেশনে রেলের সাইডিংয়ে ঝুপড়ি উচ্ছেদে নামে রেল পুলিশ। তাদের তরফে ওই এলাকা থেকে শ্রমিকদের ঝুপড়ি ও জমা করে রাখা স্টোন চিপস সরিয়ে নিতে বলা হয়। রেলপুলিশ ঘটনাস্থলে যেতে উত্তেজনা ছড়ায়। স্থানীয় ব্যবসায়ী ও ঝুপড়ির বাসিন্দারা উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সরব হন। শুরু হয় স্লোগান।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, রেলে যে স্টোন চিপস আনা হয়, তা নামানোর জন্য শ্রমিকরা ঝুপড়িতে থাকেন। গত ৭০ বছর ধরে এই ব্যবস্থা চলছে। ব্যবসার জন্য রেলের লাইসেন্সও তাঁদের রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

ঝুপড়ির বাসিন্দাদের প্রশ্ন, উচ্ছেদ করা হলে তাঁরা যাবেন কোথায়? শেষপর্যন্ত বিক্ষোভের মুখে ফিরে যায় রেল পুলিশ।  এ প্রসঙ্গে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আইন মেনেই পদক্ষেপ করা হয়েছে।

বেআইনি নির্মাণের অভিযোগ রেলের

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, “রেলের জমিতে স্থায়ী নির্মাণ করা বেআইনি। এ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। যা ওখানে করা হয়েছে, তা বেআইনি। এরপর রাজ্য সরকারের সাহায্য নিয়ে অভিযান চালানো হবে।” পরিস্থিতি পর্যালোচনা করে এরপর রেল কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।

(Source: abplive.com)