ব়্যাগিং বন্ধ করতে এ বার রাজ্য স্তরে একটি কমিটি তৈরি করল রাজ্য সরকার

ব়্যাগিং বন্ধ করতে এ বার রাজ্য স্তরে একটি কমিটি তৈরি করল রাজ্য সরকার

কলকাতা: ব়্যাগিং বন্ধ করার জন্য রাজ্য সরকার রাজ্যস্তরে একটি কমিটি তৈরি করল৷ সেই কমিটির চেয়ারম্যান হলেন উচ্চশিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান। চার সদস্যের কমিটি মূলত বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দেখবে ছাত্রছাত্রীরা ব়্যাগিং সংক্রান্ত যে অভিযোগ করছে সেই অভিযোগগুলি প্রেক্ষিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে নাকি। রাজ্য স্তরে কমিটি করার পাশাপাশি প্রত্যেকটি জেলাতেও আন্টি ব়্যাগিং কমিটির তৈরি করল রাজ্য সরকার।

প্রত্যেকটি জেলার জেলাশাসককে মাথায় রেখে জেলাস্তরে কমিটি করা হল। দিনাজপুরের কমিটিতে জেলাশাসকদের পাশাপাশি পুলিশ সুপার কলেজের অধ্যক্ষদের কমিটিতে রাখা হল। কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে চেয়ারম্যান করে কমিটি করা হল ছ’সদস্যের।

এ ছাড়াও, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব়্যাগিং আটকানোর জন্য ইউজিসির কী কী আইন রয়েছে উচ্চশিক্ষা দফতর তা জানালো কলকাতা পুলিশকে। কলকাতা পুলিশকে জানানোর পাশাপাশি বিভিন্ন জেলার জেলাশাসককে জানালে রাজ্য। বিভিন্ন সময় ইউজিসি তরফে র‍্যাগিং সংক্রান্ত যে আইন তৈরি করা হয়েছে, সেই আইন সম্পর্কেও কলকাতা পুলিশ ও বিভিন্ন জেলার জেলাশাসককে অবহিত করল উচ্চশিক্ষা দফতর।

(Feed Source: news18.com)