কলকাতা: টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রতি মুহূর্তেই খবরের শিরোনামে রয়েছেন৷ বর্তমানে জনপ্রিয় রিয়্যালিটি শো ডান্স বাংলা ডান্সের মঞ্চে বিচারকের আসনে দেখা যাচ্ছে শুভশ্রীকে৷ ডান্স বাংলা ডান্সের মঞ্চে এদিন উপস্থিত হয়েছিলেন পরিচালক তথা বিধায়ক শুভশ্রীর বেটার হাফ রাজ চক্রবর্তী৷ ‘আবার প্রলয়’-এর প্রচার করতে এসে চরম বিপাকে পড়ে গেল রাজ৷ এদিন এমন গোপন জিনিস ফাঁস হয়ে গেল রাজের, যা কেউ কল্পনাও করতে পারেননি৷ এই ভিডিও এখন নেটদুনিয়ার হটকেক৷
রাজ চক্রবর্তী অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে নিয়ে গত রবিবার ‘আবার প্রলয়’-এর প্রচার করতে এসেছিলেন ডান্স বাংলা ডান্সের মঞ্চে৷ সেখানে ভূত এসে ফাঁস করে দিল রাজের সিক্রেট৷
সম্প্রতি জি বাংলার ইন্সটাগ্রাম পেজ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে, রাজকে মজার ছলে যমরাজ বলে ডাকছেন তিনি৷ সেখানেই জানা যায়, রাজ নাকি শুভশ্রীকে রীতিমতো পায়৷ এই ভিডিও ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷ কমেন্টের বন্যা বয়ে গেছে৷