কলকাতা: ৫৩ পূর্ণ করলেন বলিউডের তারকা অভিনেতা সেফ আলি খান। স্বাধীনতা দিবসে বক্স অফিসে ঝড় তুলল বেশিরভাগ ভারতীয় ছবি। অবশেষে ঘোষণা করা হল ‘ওয়েলকাম ৩’-এর নাম ও মুক্তির তারিখ। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
৫৩ বছর পূর্ণ করলেন সেফ আলি খান
আজ সেফ আলি খানের জন্মদিন (Happy Birthday Saif Ali Khan)। পূর্ণ করলেন ৫৩ বছর। বলিউডের ‘ছোটে নবাব’ ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম পরিচিত মুখ, যাঁর অভিনয় দক্ষতা কয়েক দশক ধরে মানুষের মন জয় করে আসছে। রোম্যান্টিক কমেডি (romantic comedy) থেকে তীব্র নাটকীয় (intense drama) চরিত্র, বিবিধ ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাঁকে, এবং বারবার তিনি মুগ্ধ করেছেন দর্শকদের। আজ তাঁর জন্মদিনে কথা হোক অন্যতম পাঁচ সেরা কাজ নিয়ে।
এবার নায়কের ভূমিকায় দেখা যাবে ‘তোপসে’ আয়ুষকে
আয়ুষ দাস। বাংলা টেলিভিশন জগতে এখন খুবই পরিচিত মুখ তিনি। স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে তাঁকে রোজ দেখতে পান দর্শক। শুধু ‘বাংলা মিডিয়াম’ নয়, ‘কৃষ্ণকলি’, ‘কড়ি খেলা’ এবং আরও একাধিক ধারাবাহিকেই আয়ুষ দাস অত্যন্ত পরিচিত নাম। তিনি এরই মধ্যে বাঙালি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। এক মিষ্টি, বাচ্চা ছেলের ইমেজ আয়ুষকে বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। তার ওপর সম্প্রতি ‘তোপসে’-র ভূমিকায় অভিনয় করে তার এই ইমেজ আরও জোরদার হয়েছে। এই ‘মিষ্টি’ আয়ুষই এবার হিরো হতে চলেছেন। ‘মিষ্টি’ বাচ্চা ছেলেটা এবার ‘হাঁটু মুড়ে বসা’ প্রেমিক! তবে কোনও সিনেমায় নয়, একটি মিউজিক ভিডিওয় আয়ুষকে নায়কের ভূমিকায় দেখা যাবে। তাঁর নায়িকা হিসেবে দেখা যাবে নবাগতা সঞ্চিতা চট্টোপাধ্যায়কে।
স্বাধীনতা দিবসে বিশেষ উদযাপন ‘দ্য আর্চিস’ টিমের
খানিক অন্যভাবে এই বছরের স্বাধীনতা দিবস (Independence Day 2023) পালন করলেন আসন্ন ছবি ‘দ্য আর্চিস’-এর (The Archies) সকল কলাকুশলী। সকলে একত্রিত হয়ে নিলেন এক বিশেষ উদ্যোগ। মুম্বইয়ের এক স্থানীয় রেস্তোরাঁয় (local restaurant) এদিন খাবার পরিবেশন করতে দেখা গেল সুহানা খান (Suhana Khan), খুশি কপূর (Khushi Kapoor), যুবরাজ মেন্ডা (Yuvraj Menda), অদিতি সেইগল (Aditi Saigal), অগস্ত্য নন্দ (Agastya Nanda) ও বেদাঙ্গ রাইনাকে (Vedang Raina)। মুম্বইয়ের স্থানীয় এক রেস্তোরাঁয় খাবার পরিবেশন করলেন ‘দ্য আর্চিস’ ছবির সকল অভিনেতা ও অভিনেত্রী। স্বাধীনতা দিবসে এক বিশেষ ভোজের আয়োজন করা হয়, এবং সেই থেকে হওয়া সমস্ত আয় অনগ্রসর মানুষদের সাহায্যার্থে ব্যয় করার মহৎ উদ্দেশ্য নেয় ওই রেস্তোরাঁ।
স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে সিনেপ্রেমীদের ভিড়
শুক্রবারে ছবি মুক্তি, তারপর শনি ও রবিবারের উইকেন্ড (Weekend)। সোমবার বাদ দিয়ে মঙ্গলবার স্বাধীনতা দিবস (Independence Day), জাতীয় ছুটির দিন। ফলে গত শুক্রবার যে সকল সিনেমা মুক্তি পেয়েছে তাদের ব্যবসা ভাল হওয়াই উচিত। উল্লেখ্য, এই ১৫ অগাস্ট মনোরঞ্জনের মাধ্যমেই উদযাপন করলেন বেশিরভাগ দেশবাসী। বিপুল জনজোয়ার বক্স অফিসে (Box Office Collection) তুলল ঝড়। সমস্ত ছবি একসঙ্গে স্বাধীনতা দিবসে, বক্স অফিসে মোট ১৪০ কোটি টাকা আয় করেছে। এটি ‘গ্রস আয়’ হিসেব অর্থাৎ দর্শক মোট যত টাকা ব্যয় করেছেন টিকিট কিনতে তার পরিমাণ। অন্যদিকে, ‘নেট আয়’ হচ্ছে সরকারি কর বাদ দিয়ে সিনেমা হল মালিকেরা, প্রযোজকেরা বা ডিস্ট্রিবিউটরেরা যত আয় করেন তার পরিমাণ।
আসছে ‘ওয়েলকাম ৩’, হল আনুষ্ঠানিক ঘোষণা
শোনা গিয়েছিল, ‘ওয়েলকাম ৩’ নিয়ে ফের পর্দায় ফিরবেন অক্ষয় কুমার (Akshay Kumar)। এছাড়া নতুন ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটনি, আর্শদ ওয়ারসি ও সঞ্জয় দত্তের মতো নাম যুক্ত হবে বলেও শোনা গিয়েছিল। এবার ছবির নাম ও মুক্তির নাম ঘোষণা হল আনুষ্ঠানিকভাবে। ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির নাম ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’। ২০২৪ সালের বড়দিনের মরশুমে প্রেক্ষাগৃহে হাজির হবে এই ছবি। ছুটির সময়ে দর্শকদের মনোরঞ্জনের দায়িত্ব নিলেন নির্মাতারা। উল্লেখ্য এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘ওয়েলকাম’ মুক্তি পেয়েছিল ২০০৭ সালের বড়দিনেই।
২ দশক পর মণিপুরে প্রদর্শিত হল ভিকি কৌশলের ছবি ‘উরি’
দীর্ঘ ২৩ বছর পর সংঘর্ষ বিধ্বস্ত মণিপুরে (Manipur) ফিরল হিন্দি সিনেমা (Hindi Movies)। মঙ্গলবার বহু প্রতীক্ষিত রুপোলি পর্দার (silver screen) উন্মোচন হল আদিত্য ধর (Aditya Dhar) পরিচালিত, ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনীত ‘উরি’র (URI: The Squrgical Strike) হাত ধরে। এই ছবি প্রদর্শিত হল চূড়াচাঁদপুর এলাকার এক অস্থায়ী খোলা থিয়েটারে। মণিপুরে ফের ফিরল হিন্দি ছবি দেখার চল। প্রায় ২৩ বছর ধরে চলতে থাকা নিষেধাজ্ঞা পেরিয়ে অবশেষে প্রথম হিন্দি ছবি হিসেবে দেখানো হল ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। মণিপুরের চূড়চাঁদপুর নামক গ্রামে অস্থায়ী ‘ওপেন এয়ার’ থিয়েটারের ব্যবস্থা করে এই ছবি দেখানো হয়।
(Feed Source: abplive.com)