মুম্বইয়ের বান্দ্রার একটি রেস্তরাঁ। সেখানে খাবারের সঙ্গে মরা ইঁদুর দেওয়ার অভিযোগ। এই ঘটনার জেরে বিরাট হইচই পড়ে যায়। ঘটনার পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই ব্য়ক্তি। এরপরই ওই রেস্তরাঁর ম্যানেজার ও কুককে গ্রেফতার করা হয়েছে। গত ১৩ অগস্ট ওই ব্যক্তি বান্দ্রার ওই জনপ্রিয় রেস্তরাঁতে খেতে গিয়েছিলেন। সেখানেই তিনি খাবারের মধ্য়ে ইঁদুর দেখতে পান। এরপরই সোমবার এনিয়ে থানার দ্বারস্থ হন তিনি।
অনুরাগ দিলীপ সিং নামে ওই ব্যক্তি একটি বেসরকারি ব্যাঙ্কের সিনিয়র ম্যানেজার। ওই হোটেলটির নাম পাপা পাঁচো দা ধাবা। বন্ধু আমিনের সঙ্গে তিনি ডিনার করতে গিয়েছিলেন।
তারা ভুনা গোস্ত ও চিকেন ধাবার অর্ডার করেন। এদিকে চিনেনের ডিসে তিনি অন্যরকম কিছু দেখতে পান। এরপর তিনি ভালো করে নাড়াচাড়া করে দেখেন। সেখানে তিনি দেখেন একটা মরা ইঁদুর পড়ে রয়েছে। এরপরই তিনি কার্যত লাফিয়ে ওঠেন। চিকেনের মধ্যে ইঁদুর এল কীভাবে?
এরপর হোটেলের ম্যানেজারকে ডেকে পাঠান তারা। তারা তাকেও ইঁদুরটি দেখান। তবে এনিয়ে ম্যানেজার কোনও সদুত্তর দিতে পারেননি। এরপরই তিনি পুলিশের কাছে যান। নীচে সেই টুইটের ছবি দেওয়া হল। তবে এই টুইটের ছবি আপনাকে বিচলিত করতে পারে। সেই সতর্কবার্তা রইল।
পরে মুম্বই পুলিশকে ট্যাগ করে একটি টুইট করা হয়। সেখানে সেই খাবারের ছবি দেওয়া হয়। তিনি লেখেন, বান্দ্রা পশ্চিমের ওই রেস্তরাঁতে খাবারের মধ্য়ে ইঁদুর ছিল। কেউ শুনতে চাইছিলেন না। আমরা পুলিশকে ডাকি। আরও পাঁচজনকে ডাকি। কিন্তু কেউ কোনও সহায়তা করল না।
ওই ব্যক্তি পুলিশের কাছে নালিশ জানিয়েছেন। তিনি লিখেছেন, পুলিশ ব্যবস্থা নেবে কি না সেটাই বুঝতে পারছি না। পুলিশ এনিয়ে তদন্ত শুরু করেছে। তবে ওই রেস্তরাঁর ভালোই নাম ডাক রয়েছে এলাকায়। সেই রেস্তরাঁর খাবারে এভাবে মরা ইঁদুর পাওয়াকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই নানা কথা উঠছে। তবে গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। তবে কি অসতর্কতায় পড়ে গিয়েছিল ইঁদুরটি?
(Feed Source: hindustantimes.com)