মহিলাদের মুখের এ কী ভাষা! অশ্রাব্য গালাগাল, মেট্রো কাণ্ডর ভিডিও ভাইরাল

মহিলাদের মুখের এ কী ভাষা! অশ্রাব্য গালাগাল, মেট্রো কাণ্ডর ভিডিও ভাইরাল

নয়াদিল্লি: গণ পরিবহণ মাধ্যম- অর্থাৎ বাস, ট্রাম, ট্রেন, অটো থেকে মেট্রো এই সবে চেপে মানুষজন যখন যাতায়াত করেন তখন অনেক সময়েই সেখানে নানা জিনিস বা ঘটনা দেখা যায়  যেটা নিজে না দেখলে বিশ্বাস করাটাই কঠিন৷ অনেক সময়েই নিজেদের মেজাজ হারিয়ে ফেলে৷

দিল্লি মেট্রোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। কখনও কখনও ভিডিওগুলি মজার এবং কখনও কখনও সেগুলি খুবই বাজে বা মর্মান্তিক হয়। দিল্লি মেট্রোর একটি নতুন ভিডিও ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওতে দুই মহিলাকে নিজেদের মধ্যে চুলোচুলি করছেন৷ মুখের ভাষাও অত্যন্ত অশ্রাব্য৷

ভিডিওতে দেখা যাচ্ছে উভয় মহিলাকে একে অপরকে ধাক্কাধাক্কি দিতে দেখা যাচ্ছে৷  একে অপরের বাবা তুলেও গালাগালি চলছিল৷

রইল সেই ভাইরাল রিল

(Feed Source: news18.com)