আরও কাছে চাঁদ; গতকাল সফলভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার!

আরও কাছে চাঁদ; গতকাল সফলভাবে বিচ্ছিন্ন হয়ে  গেছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার!

চাঁদের কক্ষপথে আরও একধাপ এগিয়ে গিয়েছিল চন্দ্রযান ৩। বুধবারই নিজের লক্ষ্যে এগোতে শুরু করেছিল। ISRO জানিয়েছে, চাঁদের কক্ষপথে ১৫৩ × ১৬৩ কিলোমিটার ব্যাসের মধ্যে নিজেকে নিয়ে যেতে সক্ষম হয়েছে চন্দ্রযান ৩। এবার পালা ল্যান্ডার মডিউলটি বিচ্ছিন্ন করার। গতকাল বৃহস্পতিবারই ল্যান্ডার মডিউলটি  সফলভাবে বিচ্ছিন্ন হয়ে যাবার পর চন্দ্রযান-৩ ম্যাসেজ পাঠায় যে সফলভাবে কাজ সম্পূর্ণ হয়েছে।

প্রপালশন মডিউল এবং ল্যান্ডার-সহ চাঁদের কক্ষপথে এতদিন ঘুরছিল চন্দ্রযান ৩। ওই ল্যান্ডারের মধ্যেই রয়েছে রোভার। তারপর ল্যান্ডার একাই পাড়ি দেবে বাকি পথটুকু। নামবে চাঁদের পিঠে। আশা করা হচ্ছে ২৩ অগাস্ট নাগাদ চাঁদের মাটি ছুঁতে পারে চন্দ্রযান ৩। কী ভাবে হবে এই যাত্রা?

জানা গিয়েছে, ল্যান্ডারে রয়েছে তিনটি সায়েন্টিফিক পেলোড-সহ বেশ কিছু যন্ত্র। যা এই সময়ই পরীক্ষা করে সক্রিয় করে ফেলবে সে। দুই ধাপে কক্ষপথের বৃত্ত কমিয়ে আনতে চেষ্টা করবে। প্রথমে বৃত্তাকার ১০০×১০০ কিলোমিটার কক্ষপথে প্রবেশ করবে এবং তারপরে চাঁদের আরও কাছাকাছি চলে যাবে সে, তখন ১০০×৩০ কিমি কক্ষপথে থাকবে। এই ১০০×৩০ কিমি কক্ষপথ থেকেই ল্যান্ডারটি চূড়ান্ত অবতরণ শুরু করবে। মনে করা হচ্ছে ২৩ অগাস্টের আশেপাশেই ঘটবে এই ঘটনা।

এর আগে চন্দ্রযান ২-ও চাঁদের মাটি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু অবতরণের এই চূড়ান্ত পর্যায়ে, চাঁদের পিঠ ছুঁয়ে ফেলার কয়েক সেকেন্ড আগে, চন্দ্রযান ২-এ গোলমাল দেখা দেয়, ফলে সব চেষ্টা ব্যর্থ করে ক্র্যাশ ল্যান্ডিং করে সে।

সম্প্রতি ISRO এক বিবৃতিতে জানিয়েছে, প্রপালশন মডিউল এবং ল্যান্ডার মডিউল বিচ্ছিন্ন হওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। গত ১৪ জুলাই চালু উড়ান শুরু করেছিল চন্দ্রযান ৩। গত ৫ অগাস্ট চন্দ্রের কক্ষপথে প্রবেশ করেছে সে।

চন্দ্রযান ২–এর ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে, ISRO এবার ল্যান্ডারে বেশ কিছু পরিবর্তন করেছে। ISRO চেয়ারম্যান, এস সোমানাথ বলেছেন, ‘মহাকাশ সংস্থা এটি ডিজাইন করার সময় ব্যর্থতার ভিত্তিতে এগোনোর চেষ্টা করেছিল।’

তিনি বলেন, ‘আমরা আগে দেখেছি কী কী ভুল হতে পারে। তারপর কীভাবে তা প্রতিরোধ করা যেতে পারে তা নিশ্চিত করা হয়েছে।’

চন্দ্রযান ২-এ, প্রপালশন মডিউল অরবিটার হিসেবে কাজ করেছিল। সেটিই ল্যান্ডার এবং রোভারকে চন্দ্র কক্ষপথে নিয়ে গিয়েছিল। চন্দ্রযান ৩-এ কোনও অরবিটারের প্রয়োজন নেই।

তবে এখনও খানিকটা কাজ বাকি। ল্যান্ডার মডিউলটিকে এখনও চন্দ্র কক্ষপথে পরিবহণ করতে হবে। প্রপালশন মডিউলের কাজও আর সামান্যই বাকি। ল্যান্ডারটি আলাদা হয়ে গেলেই তার কাজ প্রাথমিক ভাবে শেষ। তবে তা আগামী কয়েক মাসের জন্য ডেটা সংগ্রহ করতে থাকবে।

(Feed Source: news18.com)